Sitrang Update: আলোর উৎসবে বঙ্গে আঁধার আনবে সিত্রাং

ঘনীভূত হচ্ছে সিত্রাং(Sitrang)। আমফান,ইয়াসের পর দিপাবলীতেই বঙ্গে আছড়ে পড়বে এই সাইক্লোন। সবরকম পরিস্থিতি সামলাতে প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের। নবান্নে ইতিমধ্যেই কয়েকদফা বৈঠক করা হয়েছে। কর্মীদের…

ঘনীভূত হচ্ছে সিত্রাং(Sitrang)। আমফান,ইয়াসের পর দিপাবলীতেই বঙ্গে আছড়ে পড়বে এই সাইক্লোন। সবরকম পরিস্থিতি সামলাতে প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের। নবান্নে ইতিমধ্যেই কয়েকদফা বৈঠক করা হয়েছে। কর্মীদের কালীপুজোর ছুটিও বাতিল করা হয়েছে। আগাম প্রস্তুতি, বৈঠক, তবে কি আসন্ন ঘূর্ণিঝড় অনেকটাই প্রভাবশালী? কোথায় কোথায় আঘাত আনবে এই সাইক্লোন? রইলো সিত্রাং এর লেটেস্ট আপডেট।

মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া ভবনের লেটেস্ট আপডেট অনুযায়ী, সুন্দরবন উপকূল অঞ্চলে সিত্রাং এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আজই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ অতি গভীর হওয়ার আশঙ্কা রয়েছে আগামিকাল অর্থাত্‍ ২৩ অক্টোবর। সেই অতি গভীর নিম্নচাপই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আগামী ২৪ অক্টোবর নাগাদ। ২৫ তারিখ অর্থাত্‍ মঙ্গলবার সেটির বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছনোর আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আগামী সোমবার অর্থাত্‍ ২৪ অক্টোবর থেকেই পড়তে শুরু করবে। ওই দিন থেকেই কলকাতা ও তৎসংলগ্ন দুই ২৪ পগরনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া দাপট দেখাবে। ২৪ অক্টোবর দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় ওই দিন ৩০-৪০ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে।

আগামী ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে পৌঁছনোর সম্ভাবনা প্রবল। আশঙ্কা করা হচ্ছে। ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। ওই দিন ৯০-১০০ কিমি বেগে ঝড়ের দাপট থাকার আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। আগামী ২৫ তারিখ অর্থাত্‍ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ৩৩-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কালীপুজোর দিন অর্থাত্‍ ২৪ অক্টোবর ও তার পরের দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে।

কানাডার আবহাওয়া গবেষণাগারের পূর্বাভাসকে সত্যি করে একটি নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। যদিও কানাডার আবহাওয়া গবেষণাগারের পূর্বাভাস অনুযায়ী সুপার সাইক্লোন তৈরি হচ্ছে না, তৈরি হবে ঘূর্ণিঝড়।