শাসনের পর কোচবিহার থেকে দুই আল কায়েদা জঙ্গি গ্রেফতার

চলতি মাসেই উত্তর ২৪ পরগণার শাসন থেকে দুই আল কায়েদা জঙ্গিদের গ্রেফতার করেছিল৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই জনের খোঁজ পেল এসটিএফ৷ সূত্রের খবর, ওই…

চলতি মাসেই উত্তর ২৪ পরগণার শাসন থেকে দুই আল কায়েদা জঙ্গিদের গ্রেফতার করেছিল৷ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই জনের খোঁজ পেল এসটিএফ৷ সূত্রের খবর, ওই দুই জনকে কোচবিহারের দিনহাটা থেকে পাকড়াও করা হয়েছে৷ দুই জনেই আল কায়েদা (আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে) মডিউলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে৷

সূত্রের খবর, চলতি মাসে আটক হওয়া রাকিবকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এসটিএফের তরফে। সেখান থেকেই কোচবিহারে থাকা এই দুই জনের খোঁজ মিলেছে।দিনহাটার শিঙ্গিমারি ও সিতাই থেকে দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ। ধৃত দুই জনের নাম মৌজ ওরফে সইফউদ্দিন ও হাসান ওরফে নূর কাসিম৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০১৭ সাল থেকে দুই জন দিনহাটার মাদ্রাসায় পড়াশুনা করত বলে জানা গেছে। সইফউদ্দিন এবং নূর দু’জনেই বিবাহিত। সিতাই এলাকারই দুই মহিলাকে তারা বিয়ে করে। যদিও এসটিএফের দাবি, দুই জনের বাড়ি বাংলাদেশে৷ কয়েক দিন আগে চালানো অভিযানে দুই জনকে গ্রেফতার করতে গেলে তারা পালিয়ে যায়। পরে তাদেরকে আটক করা সম্ভব হয়েছে। নিজেদের বানানো অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখত বলে জানা গেছে৷

এর আগে আব্দুর রাকিব সরকার ও কাজি আহসান উল্লাহ নামে দুই জনকে উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে গ্রেফতার করা হয়। বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। যা ভারতের বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন দেয় বলে জানা গেছে৷ দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে আসে। এরপর একে একে বিরাট অভিযানে নামল গোয়েন্দা বাহিনী।