Malbazar Flash Flood: দুর্গা বিসর্জনের সময় মাল নদীর ভয়াবহ বান, বাড়ছে মৃতের সংখ্যা

ভয়াবহ পরিস্থিতি জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে (Malbazar flash flood)। ডুয়ার্সের এই গুরুত্বপূর্ণ এলাকায় বিজয়া দশমীতে বিষাদ নেমেছে। মাল নদীতে প্রবল হড়পা বানে (Flash Flood) ভেসে গিয়েছেন…

Malbazar Flash Flood

ভয়াবহ পরিস্থিতি জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে (Malbazar flash flood)। ডুয়ার্সের এই গুরুত্বপূর্ণ এলাকায় বিজয়া দশমীতে বিষাদ নেমেছে। মাল নদীতে প্রবল হড়পা বানে (Flash Flood) ভেসে গিয়েছেন অনেকে। ঠিক কত জন নিখোঁজ তা স্পষ্ট নয় জেলা প্রশাসনের কাছে। কারণ, দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য মাল নদীর (Mal River) ঘাটে ও তীরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর বুধবার রাত ১১.৩০ মিনিট পর্যন্ত নিহত সাত জন। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

  • মাল নদীতে হড়পা বানে মাল বাজারে আতঙ্ক।
  • ডুয়ার্সের এই নদীতে হড়পা বানের কারণ পাহাড়ি এলাকায় বৃষ্টি।
  • মাল নদীতে এর আগেও হড়পা বান এসেছে।

bisarjan

বিস্তারিত সংবাদ পড়ুন

বুধবার রাত বিষাদের রাত। বিসর্জনের রাতে বহু মানুষ তলিয়ে গেলেন মাল নদীতে। আরও অনেকে ভেসে গেছেন। কে কোথায় কোনও খোঁজ নেই। রাতের অন্ধকারে এত বড় দুর্ঘটনা ঘটেছে। মালবাজারের ঘরে ঘরে হাহাকার। যে যেমন পারছেন পরিচিতদের ফোন করছেন। কারোর ফোন না লাগলে বাড়ছে আতঙ্ক। সে কি ভেসে গেল মাল নদীতে? এমনই আতঙ্ক তাড়া করছে।

বিজয়া দশমীতে অন্যান্য বারের মতো এবছরও মাল নদীতেই বিসর্জনের ব্যবস্থা করা হয়। দুপুরের পর থেকে মাল নদীর ঘাটে ও তীরে আসতে থাকে একের পর এক প্রতিমা। শুরু হয় বিসর্জন। জানা গেছে রাত ৮টা নাগাদ যখন বিসর্জন চলছে তখনই মাল নদীতে হড়পা বান আসে।

প্রবল স্রোতে নদীর মধ্যে নামা বহুজন ভেসে যান। হড়পা বানের ছবি দেখে রাজ্যবাসী শিউরে উঠেছেন। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে খবর, উদ্ধার কাজ চলছে। রাতভর চলবে উদ্ধার। NDRF নামবে উদ্ধারে।

বর্ষার সময় পাহাড়ি এলাকা থেকে ডুয়ার্সের দিকে নেমে আসা নদীগুলির চেহারা থাকে ভয়ঙ্কর। দুর্গাপূজার আগে থেকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়। গত দুদিন ধরে ভুটান পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃষ্টি হয়েছে। সেই কারণেই মাল নদীতে হড়পা বান আসে। আর সেই বানে বিপর্যয় ঘটে গেল মালবাজারে।