Murshidabad: জনতার তাড়ায় নৌকা করে এলাকা ত্যাগ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের

এবার সাধারণ জনতার ‘তাড়া’ খেয়ে এলাকা ত্যাগ করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী (Sabina Yasmin) সাবিনা ইয়াসমিন। জানা গিয়েছে, শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে গঙ্গার ভাঙন দেখতে গিয়েছিলেন…

এবার সাধারণ জনতার ‘তাড়া’ খেয়ে এলাকা ত্যাগ করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী (Sabina Yasmin) সাবিনা ইয়াসমিন। জানা গিয়েছে, শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে গঙ্গার ভাঙন দেখতে গিয়েছিলেন মন্ত্রী। যদিও প্রতিনিধি দলকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। এরপরেই মন্ত্রী সহ তৃণমূল কর্মীদের তাড়া করলো গ্রামবাসীরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সামশেরগঞ্জে নদী ভাঙন এলাকায় পরিদর্শন করতে গিয়ে তীব্র জনরোষের মুখে মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁকে দেখে ক্ষিপ্ত জনতা ইঁট ছোড়ে। জনতার ক্ষোভের মুখে কোনওরকমে নিরাপত্তারক্ষীরা মন্ত্রীকে নৌকা করে নদীর অপর দিকে নিয়ে যায় বলে এলাকাবাসীর দাবি।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের উপর ইট ছুঁড়েছেন অনেকে। পরে মন্ত্রী সাফাই দেন। তিনি জানান, “সামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত নদী ভাঙ্গন কবলিত এলাকায় সেচ দপ্তরের আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক ও স্থানীয় বিধায়কে সঙ্গে নিয়ে তৎকালীণ পর্যায়ে ভাঙ্গন রোধের কাজ পরিদর্শন এবং জনগণের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলাম।”