আগুন নিয়ে খেলবেন না মমতা দিদি… KLO জঙ্গি প্রধানের ফের হুঁশিয়ারি

কলকাতায় তৃ়ণমূল কংগ্রেসের ২১ জুলাই সমাবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হুঁশিয়ারি দিল কামতাপুুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহ।  ফের একটি ভিডিও বার্তার মাধ্যমে…

Klo jiban singh

কলকাতায় তৃ়ণমূল কংগ্রেসের ২১ জুলাই সমাবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হুঁশিয়ারি দিল কামতাপুুর লিবারেশন অর্গানাইজেশনের (KLO) প্রধান জীবন সিংহ। 

ফের একটি ভিডিও বার্তার মাধ্যমে গর্জে উঠলো জীবন সিংহ।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭

বার্তায় সরাসরি হুমকি দিয়ে জীবন সিংহ বলে, আগুন নিয়ে খেলবেন না। সেই একই মুখ। একই পদ্ধতি। জঙ্গলের গোপন আস্তানা থেকে সংগঠনের কয়েকজন কমান্ডারকে সাথে নিয়ে জীবন সিংহ বলছে। পিছনে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে কেএলও জঙ্গি দেহরক্ষী দাঁড়িয়ে।

ভিডিওতে জঙ্গি নেতা পশ্চিমবঙ্গের পুলিশ সহ মুখ্যমন্ত্রীকে ফের হুমকি দেয়। জীবন সিংহ ভিডিওতে বলেছে, মাথা নত করব না। মালদা থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত জাতিগত আন্দোলনের ডাক দিয়েছে এই জঙ্গি নেতা।

সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেয় জঙ্গি নেতা। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী যা করছেন, তা ঠিক করছেন না। অবিলম্বে কৈলাশকে মুক্তি না দিলে কামতাপুর থেকে কোনও নেতা ব্যবসায়ীকে ফিরতে দেওয়া হবে না। হুঁশিয়ারি জীবন সিংয়ের।

যদিও এর আগে একাধিকবার জীবন সিংহের ভিডিও হুমকি এসেছে। সে রক্তগঙ্গা বইয়ে দেবে এমন হুমকি দিয়েছে।

কেএলও প্রধান জীবন সিংহ ২০০৩ সালে ভুটানের জঙ্গি ঘাঁটিতে সে দেশের সেনার অপারেশন অলক্লিয়ার অভিযানের পর থেকে পালিয়ে কোথায় আত্মগোপনে আছে তা জানতে মরিয়া গোয়েন্দা বিভাগ। ভুটান, বাংলাদেশ, ভারত, মায়ানমার ও চিনে তার যাতায়াত।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে ২০০২ সালে প্রকাশ্যে হামলা করেছিল কেএলও। সেই হামলায় সিপিআইএম কর্মীদের মৃত্যু হয়। ধূপগুড়ি হামলার পর ধৃত কেএলও জঙ্গিদের অনেকেই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে জামিন পেয়ে পলাতক।