ভোটে খারাপ ফল হলেই… বিধায়কের হুমকি পেলেন তৃণমূল কর্মীরা

ভোটে যদি খারাপ ফল হয় তাহলে কড়া পদক্ষেপ করবে দল। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র। ঘটনার…

TMC-flag

ভোটে যদি খারাপ ফল হয় তাহলে কড়া পদক্ষেপ করবে দল। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক লাভলি মৈত্র। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭।

লাভলি মৈত্র বলেন, “এক মাস, দু মাস, খুব বেশি হলে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হচ্ছে যাতে অর্ধেক লোক আসেনি। বুথ কমিটির মধ্যে আমাকে যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত। আমি জানিনা উন্নয়নের দিক থেকে প্রতাপনগর অঞ্চলে গত আড়াই বছর আমি দেখছি আগে কী কাজ হয়েছে এবং গত আড়াই বছরে কী কী কাজ হয়েছে সেটা আপনারা নিজেরাও দেখছেন।“

সোনারপুরের বিধায়ক আরও বলেন, “গত আড়াই বছরে প্রতাপনগরে প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে। কেউ বলতে পারবেন না যে রাস্তাঘাট হয়নি, জলের কাজ হয়নি। জলের কাজ শেষ হলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল যাবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ,আমাদের নয়।“

লাভলি মৈত্র বলেন, “রাস্তাঘাট নিয়ে যা যা আমাকে বলেছিলেন, পথশ্রী প্রকল্প থেকে শুরু করে রাস্তাশ্রী, আমরা চেষ্টা করছি সমস্ত জায়গায় রাস্তাঘাট যেন ঠিকঠাক হয়। ইতিমধ্যে অনেকগুলো কাজ হয়েছে, আগামী দিনেও হবে।“

লাভলি মৈত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার, সবাইকে আমি রিসাইন করাব, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি ও অভিষেকদার সঙ্গে কথা বলব। যে বুথের রেসাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন, আসন অলঙ্কার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। যেই বুথ হেরে গেছে, সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন, কিন্তু বুথের কোনও দায়িত্ব নেবেন না,বুথের মধ্যে এখনও পর্যন্ত দলাদলি চলবে, এখনও পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্যে দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে সেটা হতে পারেনা। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে যেভাবে খুশি রাজনীতি হবে , যেভাবে খুশি উন্নয়ন হবে, আমাদের মতো করে হবে। আপনাদের ওপর দিয়েত্ব দিচ্ছি, আপনাদেরকে বলছি বুথ কমিটি করতে, আপনাদেরকে বলছি পুরনো কর্মীদেরকে নিয়ে আসতে, আপনাদেরকে দায়ত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে যাতে কেউ কারুর উপর দোষারোপ না করতে পারে যে এক তরফা কিছু হচ্ছে।“

লাভলি মৈত্র আরও বলেন, “আগামী দিনে আমি রেজাল্ট দেখব, এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে সেই ব্যবস্থা নেবে,সেই ব্যবস্থাটা আপনাদের বিরুদ্ধে নেওয়া হবে।“