গরু পাচার রুখতে গিয়ে খুন মহিলা পুলিশ কর্মী 

এবার হরিয়ানার ঘটনার ছায়া ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে। পিক আপ ভ্যান দিয়ে পিষে খুন করা হল এক মহিলা পুলিশ কর্মীকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাঁচির তুপুদানা…

এবার হরিয়ানার ঘটনার ছায়া ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে। পিক আপ ভ্যান দিয়ে পিষে খুন করা হল এক মহিলা পুলিশ কর্মীকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাঁচির তুপুদানা ওপি এলাকায়। মৃত ওই পুলিশ কর্মীর নাম সন্ধ্যা টোপনো। 

জানা গিয়েছে, গতকাল রাতে গাড়ি চেকিংয়ের সময় একটি পশু বোঝাই পিকআপ ভ্যানের চালক দ্বারা পিষ্ট হয়ে মারা যান। যার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  বুধবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সূত্রের খবর, সিমডেগা থেকে পিক-আপ ভ্যানে করে গরু পাচারের খবর পায় সিমডেগা থানার পুলিশ ৷ এরপরই সিমডেগার বাসিয়া থানা পুলিশ ওই পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে ৷ পশু বোঝাই পিক আপ ভ্যান চালক গাড়ি নিয়ে পালাতে শুরু করে ৷ ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা বিষয়টি কামদারা পুলিশকে জানান।

রাঁচি পুলিশ খুন্তি রাঁচি সীমান্তের তুপুদানা ওপি এলাকার হুলহুন্ডুর কাছে চেকিং পরিচালনা করেছিল। এরই মধ্যে ভোর ৩টার দিকে সাদা রঙের একটি পিকআপ ভ্যানকে খুব দ্রুত গতিতে আসতে দেখা যায়। সাব-ইন্সপেক্টর সন্ধ্যা টোপনো চেকিং পোস্টে ডালবালের সঙ্গে ছিলেন। তিনি গাড়ি থামানোর সংকেত দেন কিন্তু চালক মহিলার উপর দিয়ে গাড়িটি চালিয়ে পালিয়ে যেতে শুরু করেন। এতে ঘটনাস্থলেই সন্ধ্যা মারা যান।  

রাঁচি পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে ঘাতক ভ্যানের চালককে গ্রেফতার করা হয়েছে।