Mahua Moitra: আজই শেষ দিন? সংসদে ঢোকার সময় মহুয়া মৈত্র বললেন ‘মা দুর্গা এসেছে’

চলতি লোকসভায় সাংসদ হিসেবে মহুয়া মৈত্রর (Mahua Moitra) কি আজই শেষ দিন? আজ সংসদে পেশ হতে চলেছে মহুয়া সংক্রান্ত এথিক্স রিপোর্ট। বেলা বারোটায় জমা পড়বে…

Mohua Moitra

চলতি লোকসভায় সাংসদ হিসেবে মহুয়া মৈত্রর (Mahua Moitra) কি আজই শেষ দিন? আজ সংসদে পেশ হতে চলেছে মহুয়া সংক্রান্ত এথিক্স রিপোর্ট। বেলা বারোটায় জমা পড়বে এথিক্স রিপোর্ট। সেই রিপোর্টের ভিত্তিতে আনা হবে প্রস্তাব হবে ভোটাভুটি যেখানে মহুয়ার বিরুদ্ধে নামতে চলেছে শাসক দল বিজেপি। আজই ঠিক হয়ে যেতে পারে মহুয়া মৈত্রর ভবিষ্যৎ। মহুয়া ইসুতে ফের সংসদে আলোচনার দাবি তৃণমূলের। গতকাল ফের স্পিকারের সাথে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

ক্যাশ ফর কোয়ারি মামলায় আগেই তৃণমূল কংগ্রেস সাংসদের পদ খারিজের সুপারিশ করেছিল সংসদের এথিক্স কমিটি। এদিন কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর সংসদে সেই রিপোর্ট পেশ করবেন। সরকার পক্ষ চাইছে আধ ঘণ্টায় বিষয়টির নিষ্পত্তি করতে। তৃণমূলের দাবি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়ে বলে মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দিতে হবে।

মহুয়া সাংসদ পথ খারিজ নিয়ে উত্তাল হতে পারে সংসদ। মহুয়ার বিরুদ্ধে শাস্তি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ডিএমপি এমসিপি সহবিরোধী জোটের। ওয়াক আউট করার পরিকল্পনা। তখন গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান ধর্ণা শুরু করবে। মহুয়া সংসদ পদ খারিজ হলে সেটাকে চ্যালেঞ্জ করে আদালতেও যেতে পারে তৃণমূল।

গতকাল স্পিকার এর সাথে দেখা করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন মহুয়া মৈত্রর বক্তব্য শোনার জন্য সময় দিতে হবে। সংঘাতের বাতাবরণ এখানে স্পিকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন মাত্র আধ ঘন্টা সময় তিনি দেবেন। মাত্র ৮ ঘন্টা সময় সন্তুষ্ট নয় কেউই। এর আগে অধীর রঞ্জন চৌধুরী তার চার পাতার চিঠিতে বারবার এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। আজ রিপোর্ট জমার পাশাপাশি রেজুলেশন ও জমা পড়বে। রেজুলেশন জমা পড়বে অর্থাৎ স্পিকারকে সিদ্ধান্ত নেবে সেটাও জানা যাবে আজই। আজ মহুয়া মাত্র কি বলে এবং বিরোধীরা কি বলে এখন সেটাই দেখার।

সুদীপ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “তিনি স্পিকারের সাথে দেখা করে জানতে পেরেছেন আজ রিপোর্টের সাথে রেজুলিউশনও আসবে। আমি স্পিকার কে জানাই যে মহানত্বকে তার বক্তব্য বলতে দিতে হবে আলোচনায় রাখতে হবে পুরো বিষয়টা। উনি বলেন যে আমি কিছু সময় দেব আমি বলি কিছু সময় হবে না উনি বলেন আধ ঘন্টার মধ্যে সমস্ত বিষয়টা নিষ্পত্তি করব।”

সুকান্ত মজুমদার এ বিষয়ে বলেছেন, “স্পিকার জানেন উনি কখন কাকে কতটা সময় দেবেন। যদি অপরাধ করে থাকে অবশ্যই তার শাস্তি হবে। আর অপরাধ তো উনি করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”

কুনাল ঘোষের এ প্রসঙ্গে বলেছেন, “ওরা যদি ভেবে থাকে একজনকে কমিয়ে ওদের বিশাল লাভ হবে সেটা হিতে বিপরীত হবে। কারণ কদিন বাকি আর লোকসভার কদিনের জন্যই বা মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ করবে। তাতে ঘটনাটা পুরো উল্টো ঘটবে।”