Howrah: সমবায় মন্ত্রীর জেলায় সমবায় ভোটে তৃণমূল শূন্য, বিপুল জয় সিপিআইএমের

মন্ত্রী অরূপ রায় (Arup Roy) মধ্য হাওড়া (Howrah) থেকে নির্বাচিত। তিনি সমবায় মন্ত্রী। আর তাঁর জেলাতেই একটি সমবায় সমিতির (Co operative) ভোটে শূন্য হয়ে গেল…

মন্ত্রী অরূপ রায় (Arup Roy) মধ্য হাওড়া (Howrah) থেকে নির্বাচিত। তিনি সমবায় মন্ত্রী। আর তাঁর জেলাতেই একটি সমবায় সমিতির (Co operative) ভোটে শূন্য হয়ে গেল শাসকদল (TMC) তৃণমূল কংগ্রেস। বিপুল জয়ী সিপিআইএম (CPIM) । এর জেরে জেলা তৃণমূল মহলে শুরু হয়েছে পরস্পরকে কটাক্ষ করার পালা।

মঙ্গলবার হাওড়ার সাঁকরাইলের শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একতরফা জয়ী হয় সিপিআইএম। এই সমবায় সমিতির ভোটে ৬৪-০ ব্যবধানে জয়ী হয়েছে বাম শিবির। ফলাফল ঘোষণা হতেই সিপিআইএম সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।

জানা গিয়েছে এই সমবায় সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেয়নি। একতরফা জয়ী হয় সিপিআইএম। ফলাফল ঘোষণার পর জেলা সিপিআইএমের তরফে শুভেচ্ছা পাঠানো হয়। বাম নেতাদের দাবি, অদূর ভবিষ্যতে জেলার গ্রামাঞ্চলে বড় পরিবর্তন আসতে চলেছে। তৃণমূল কংগ্রেস সরকারের বিপুল দুর্নীতির জেরে পঞ্চায়েত এলাকার কাজ স্থগিত। জনগণ ক্ষোভে ফুঁসছেন।

সাঁকরাইলের এই সমবায় সমিতির ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী কেন দেয়নি এ প্রশ্নে গোষ্ঠিদ্বন্দ্ব উঠে আসছে। সাঁকরাইলের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রিয়া পাল সংবাদ মাধ্যমে বলেন, সমবায় সমিতির ভোট নিয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে সমবায় মন্ত্রী অরূপ রায় নীরব।