Kunal Ghosh: পার্থ চট্টোপাধ্যায়ের নাম আমার সামনে করবেন না: কুণাল

আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আমি নির্যাতিত বোধ করছি। তবে পার্থর থেকে দলের দূরত্ব স্পষ্ট করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)

Kunal Ghosh

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আদালতে নিজের শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানান। তিনি বলেন, আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আমি নির্যাতিত বোধ করছি। তবে পার্থর থেকে দলের দূরত্ব স্পষ্ট করে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কুণাল ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম আমার সামনে করবেন না। পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর আমি দেব না। যখন আমি জীবনে কোনওদিন আমেরিকায় যাইনি। তখন আমার বিরুদ্ধে রটানো হয়েছিল, আমি আমেরিকায় গিয়ে এই করেছি, সেই করেছি। যখন আমি জেলে বন্দি, তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, আমার মাথায় গণ্ডগোল। ওর নাম আমার সামনে করবেন না। তিনি নাটক করছেন।

   

পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের পর কুণাল বলেছিলেন, জেলে ঢুকে দেখুন পার্থবাবু কেমন লাগে। জেলে যাতে না পার্থ চট্টোপাধ্যায়কে বাড়তি সুবিধে দেওয়া হয় সেই দাবিও তোলেন তিনি। কুনাল বলেছিলেন,আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিলেন, তাঁদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় অন্যতম। কুণালের মুখে পার্থকে নিয়ে এই ধরনের মন্তব্যের কারণে তাঁকে চুপ থাকার নির্দেশ দিয়েছিল দল। পরে পার্থ চট্টোপাধ্যায়কে ছাঁটাই করেছে তৃণমূল।