Cyclone: দীপাবলিতে সাইক্লোন হানা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে

কালীপুজোতে বিরাট দুর্যোগের আশঙ্কা। উ ত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটির ঘূর্ণিঝড়ে (Cyclone) ঘনীভূত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় কোথায় পড়বে? তার অভিমুখ কোন…

cyclone jawad

কালীপুজোতে বিরাট দুর্যোগের আশঙ্কা। উ ত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটির ঘূর্ণিঝড়ে (Cyclone) ঘনীভূত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় কোথায় পড়বে? তার অভিমুখ কোন দিকে? সেবিষয়ে সতর্কতা জারি রয়েছে৷

আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, বর্তমানে আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।শনিবার এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও গভীর নিম্নচাপের পরে তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সোমবার থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওড়া-হুগলী জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৪ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে৷ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার দু-একস্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২৫ তারিখ কমলা সতর্কতা জারি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের জেলার দু-এক স্থানে। তবে উপকুলবর্তী একাধিক এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা৷ মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ প্রশাসনের তরফে রয়েছে কড়া নজরদারি। দীঘা, সাগরদ্বীপ উপকুলে চলছে মাইকিং প্রচার।