‘অনেক বেশি…’, বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুথ ফেরত সমীক্ষা ‘ভুয়ো’! সব বিজেপির তৈরি করা। এক্সিট পোল নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘টিভি নাইন বাংলা’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে…

cm-mamata-banerjee-labels-2024-lok-sabha-exit-polls-fake

বুথ ফেরত সমীক্ষা ‘ভুয়ো’! সব বিজেপির তৈরি করা। এক্সিট পোল নিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘টিভি নাইন বাংলা’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল অনেক বেশি আসন পাবে। একই সঙ্গে গোটা দেশেও ইন্ডি জোটের আসনসংখ্যা সমীক্ষায় যা দেখানো হয়েছে, তার তুলনায় অনেক বেশি হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি (Mamata Banerjee)।

মমতা বলেন, যা সিট দেখিয়েছে মিডিয়া, তার ডবল সিট যদি জিততে না পারি, তখন দেখবেন। একই সঙ্গে কর্মীদের শক্ত থাকার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, আমি আমাদের কর্মীদের বলব, শক্তিশালী থাকতে, ভাল করে কাউন্টিং করতে। আজ এক্সিট পোল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করতে পারেন বলেও জানান মমতা।

   

বিজেপি টাকা দিয়ে এই এক্সিট পোল বানিয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎকারে তৃণমূল সুপ্রিমো বলেন, দুই মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। এগুলো সব বিজেপির তৈরি। ২০১৬, ২০১৯ ও ২০২১ সালের ভোটের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, এই তিনবারও এক্সিট পোলের সঙ্গে ফলাফল একেবারেই মেলেনি।

‘ভিত্তিহীন-অবাস্তব’, বুথ ফেরত সমীক্ষার সমালোচনা করে তৃণমূলের আসনসংখ্যা জানালেন কুণাল

আঞ্চলিক দলগুলি আরও ভালো ফল করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়, যেখানে যেখানে আঞ্চলিক দল রয়েছে, তারা ভাল ফল করবে। অখিলেশরা ভাল করবে, তেজস্বীরা ভাল করবে, স্ট্যালিনরা ভাল করবে। উদ্ধবরা ভাল করবে। তবে বাকি রাজ্যগুলির ফল নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। অর্থাৎ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তুলনায় তৃণমূলের আসন এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। বাড়তে পারে বিজেপির আসন।

ইভিএম খুলতেই চমক! ধুয়েমুছে সাফ কংগ্রেস, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির জয়জয়কার

নিউজ ২৪ এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ (+-৫)টি আসন। তৃণমূল পেতে পারে ১৭ (+-৫)টি আসন। এই সমীক্ষাতে বিজেপির দুর্দান্ত ফলের ইঙ্গিত রয়েছে। যদিও বিজেপি এবং তৃণমূলের উভয়েরই আসন ৫টি বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে নিউজ ২৪ এবং চাণক্য।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিকে রেকর্ড সংখ্যাক আসন দেওয়া হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন। তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। প্রায় প্রতিটি সমীক্ষাতেই বাম-কংগ্রেস জোটের আসনসংখ্যা ১-২টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

বাংলার একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা, বলছে সমীক্ষা

তৃণমূল নেতা কুণাল ঘোষও বুথ ফেরত সমীক্ষা উড়িয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায় তৃণমূল ৩০+। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।