‘ভিত্তিহীন-অবাস্তব’, বুথ ফেরত সমীক্ষার সমালোচনা করে তৃণমূলের আসনসংখ্যা জানালেন কুণাল

বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) ফলাফল সামনে আসতেই বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। একই…

Kunal Ghosh predicts Governor CV Ananda Bose-s move on Sayantika Banerjee Reyat Hussain-s oath

বুথ ফেরত সমীক্ষার (Exit Poll) ফলাফল সামনে আসতেই বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। একই সঙ্গে কুণালের মন্তব্য, বাংলায় তৃণমূল কংগ্রেস ৩০-এর বেশি আসন পাবে। কর্মীদের ধৈর্য ধরার পরামর্শও দিয়েছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক।

প্রাক্তন তৃণমূল মুখপাত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলায় তৃণমূল ৩০+। বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।

   

এক নজরে কয়েকটি বুথফেরত সমীক্ষা

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। অর্থাৎ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তুলনায় তৃণমূলের আসন এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। বাড়তে পারে বিজেপির আসন।

বাংলার একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা, বলছে সমীক্ষা

নিউজ ২৪ এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ (+-৫)টি আসন। তৃণমূল পেতে পারে ১৭ (+-৫)টি আসন। এই সমীক্ষাতে বিজেপির দুর্দান্ত ফলের ইঙ্গিত রয়েছে। যদিও বিজেপি এবং তৃণমূলের উভয়েরই আসন ৫টি বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে নিউজ ২৪ এবং চাণক্য।

বুথ ফেরত সমীক্ষা নিয়ে কুণাল ঘোষের টুইট

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিকে রেকর্ড সংখ্যাক আসন দেওয়া হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন। তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। প্রায় প্রতিটি সমীক্ষাতেই বাম-কংগ্রেস জোটের আসনসংখ্যা ১-২টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইভিএম খুলতেই চমক! ধুয়েমুছে সাফ কংগ্রেস, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির জয়জয়কার