ইভিএম খুলতেই চমক! ধুয়েমুছে সাফ কংগ্রেস, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপির জয়জয়কার

গতকাল দেশে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এবারে লোকসভা ভোটের সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটও (Assembly Elections Result) হয়েছে, যার মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ। উত্তর-পূর্বের…

গতকাল দেশে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। এবারে লোকসভা ভোটের সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোটও (Assembly Elections Result) হয়েছে, যার মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ।

উত্তর-পূর্বের এই রাজ্যে আজ ভোটগণনা। গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই অরুণাচলে ভোটগ্রহণ হয়। আজ, রবিবার সকাল ৬টা থেকে ভোটগণনা শুরু হয়েছে।

   

অরুণাচল প্রদেশে মোট ৬০টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি। বাকি ৫০টি আসনে ভোটগ্রহণ হয় ১৯ এপ্রিল।

আজ, ইভিএম খুলতেই দাপট দেখাতে শুরু করে পদ্ম। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই ৫০টি আসনের মধ্যে রাজ্যের ৩৩টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বাংলায় এবার পদ্ম-ফুলের রমরমা, কটা করে আসন বিজেপি-তৃণমূলের? জানুন সমীক্ষা

কংগ্রেস একটিও আসনে এগিয়ে নেই। অন্যান্যরা এগিয়ে ১৫টি আসনে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে অরুণা প্রদেশের ৬০টি আসনের মধ্যে ৪১টি আসনে জিতেছিল বিজেপি। 

জনতা দল (ইউনাউটেড) ৭টি আসনে জেতে। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ৫টি, কংগ্রেস ৪টি, পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি এবং দুটি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেন।

মোদীর হ্যাটট্রিক নিশ্চিৎ, ৩৫০-য়ের বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে এনডিএ, রিপোর্ট সমীক্ষার

অরুণাচল প্রদেশে ৬০ বিধানসভার পাশাপাশি রয়েছে দুটি লোকসভা আসন। এবার অরুণাচল পূর্ব আসনে বিজেপির হয়ে ভোটে লড়ছেন টাপির গাও। কংগ্রেসের হয়ে লড়ছেন বসিরাম সিরাম।

আর অরুণাচল পশ্চিম আসনে বিজেপি টিকিটে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের নাবুম টুকি। এই দুটি আসনে ভোটগণনা ৪ জুন। 

INDIA Bloc: ক্ষমতায় দখলের পথে ‘ইন্ডিয়া’ জোট, বিরোধীদের আসন সংখ্যা বলে বড় ভবিষ্যদ্বাণী খাড়গের