সাতসকালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ছিটকে গেল একের পর এক বগি

দেশে যেন ফের একবার করমণ্ডলের স্মৃতি ফিরে এল। আবারও একবার একটার ওপর আর একটা ট্রেন উঠে গেল। আজ রবিবার ছুটির দিন সাতসকালে দেশে এমনই বড়সড়…

দেশে যেন ফের একবার করমণ্ডলের স্মৃতি ফিরে এল। আবারও একবার একটার ওপর আর একটা ট্রেন উঠে গেল। আজ রবিবার ছুটির দিন সাতসকালে দেশে এমনই বড়সড় ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে গেল। ঘটে গেল রক্তারক্তি কাণ্ডও।

জানা গিয়েছে, আজ ২ জুন সকালে পাঞ্জাবের সিরহিন্দের মাধোপুরের কাছে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় দুজন লোকো পাইলট গুরুতর আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, কীভাবে একের পর এক মালবাহী ট্রেনের বগিগুলো ছিটকে গিয়েছে। ইঞ্জিনও ছিটকে গিয়েছে রেল লাইনের ওপর। আবার একটা ইঞ্জিন তো মালবাহী ট্রেনের ওপরে উঠে গিয়েছে। এদিকে এহেন ঘটনার ভয়াবহতা সকলকে তাজ্জব করে দিয়েছে। 

   

রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফতেগড় সাহিবের সিরহিন্দ রেল স্টেশন থেকে কিছুটা দূরে মাধোপুর চৌকির কাছে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী ট্রেনও।

আহত লোকো পাইলটরা হলেন সাহারানপুর (ইউপি) এর বিকাশ কুমার (৩৭) এবং সাহারানপুর (ইউপি) এর হিমাংশু কুমার (৩১)।তাঁদের ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের সাহায্যে ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় পাতিয়ালার রাজিন্দ্র হাসপাতালে রেফার করেন।