মুম্বাই শিবিরে যোগদান করে কী বললেন ব্র্যান্ডন?

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাই সিটি এফসিতে যোগদান করেছেন ব্রান্ডন ফার্নান্ডেজ (Brandon Fernandes)।‌ যারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফিরলেন এই ভারতীয় তারকা‌।…

Brandon Fernandes Shares Excitement on Joining Mumbai City FC

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুম্বাই সিটি এফসিতে যোগদান করেছেন ব্রান্ডন ফার্নান্ডেজ (Brandon Fernandes)।‌ যারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফিরলেন এই ভারতীয় তারকা‌। শনিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষনা‌ করেছে সিটি ম্যানেজমেন্ট। যা নিয়ে প্রবল উচ্ছাস দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

এই সিজনে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাতছাড়া হয়েছে টুর্নামেন্টের শিল্ড। না হলে গতবারের মতো এবারও নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিত এই মুম্বাই সিটি এফসি। নতুন সিজনে নিজেদের সেই হারানো পারফরম্যান্স ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য তাদের।

   

তাই এবার দলকে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে পেট্রো ক্র্যাটকির এই ফুটবল ক্লাবের। সেজন্য পেরেইরা দিয়াজ থেকে শুরু করে তিরি মতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি অধিনায়ক রাহুল ভেকের মতো ফুটবলারদের ও রিলিজ করেছে দল। নতুন মরশুমের জন্য প্রথমেই তারা এফসি গোয়ার এই দাপুটে ফুটবলারকে।

নিজের পুরনো দলে আসতে পেরে যথেষ্ট খুশি এই অ্যাটাকিং মিডফিল্ডার। এই প্রসঙ্গে তিনি বলেন, মুম্বাই সিটি এফসিতে ফিরতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। এটি ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাবগুলির একটি। এখানে ফিরে আসা আমার ক্যারিয়ারে তথা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।

পাশাপাশি তিনি বলেন, গত কয়েক বছরে‌ অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ফুটবল ক্লাবের। এমন সময় আমি দলের সদস্য হতে পেরে যথেষ্ট খুশি। আগত ফুটবল মরশুমে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও আমি সতীর্থদের সাহায্য করার চেষ্টা করব। সেইসাথে মুম্বাই সিটির জার্সিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।