অপেক্ষার অবসান, মুম্বাই সিটি এফসিতে যোগদান ব্র্যান্ডনের

এবারের ইন্ডিয়ান সুপার লিগে‌ ব্যাপক পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে বিগত কয়েক বছরের তুলনায় অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবল ক্লাবের। যারফলে অনেক…

Brandon Fernandes

এবারের ইন্ডিয়ান সুপার লিগে‌ ব্যাপক পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে বিগত কয়েক বছরের তুলনায় অনবদ্য পারফরম্যান্স ছিল এই ফুটবল ক্লাবের। যারফলে অনেক আগেই টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করেছিল এই ফুটবল ক্লাব। কিন্তু পরবর্তীতে শক্তিশালী মুম্বাই (Mumbai City FC) দলের কাছে হেরে ছিটকে যেতে হয়েছে তাদের।

যা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। কিন্তু কয়েক বছরের তুলনায় দলের পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। তবে এবার নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। প্রথম থেকেই তাদের নজর ছিল অন্যতম দাপুটে ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেসের দিকে।

   

এই মে মাসের শেষ পর্যন্ত এফসি গোয়া দলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন ভারতীয় দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু নতুন মরশুমে তিনি যে আর সেই দলে থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল অনেক আগেই। জানা গিয়েছিল, নতুন মরশুম থেকেই তিনি খেলবেন পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির জার্সিতে।

যারফলে, প্রায় সাত বছর পর নিজের পুরোনো দলে ফেরার হাতছানি ছিল তাদের কাছে। এই সিজনে মোট কুড়িটি অ্যাপিয়ারেন্সে ৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করার রেকর্ড ছিল এই ফুটবলারের। তাছাড়া গত বেশ কয়েক মরশুমে ও অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের। এই ফুটবলারের উপস্থিতিতে মুম্বাই যে আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবে তা নতুন করে বলার অপেক্ষা ছিলনা।

অবশেষে আজ ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেজের যোগদানের কথা ঘোষণা করে মুম্বাই ম্যানেজমেন্ট।‌ নতুন সিজনে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে সামনে রেখেই প্রথম একাদশ সাজাবে এবারের আইএসএল জয়ীরা।