বিশেষ অনুশীলন ডেভিডদের, জানুন

কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifying) পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত। গত বছর বঙ্গবন্ধু সাফ…

Indian football team

কিছুদিন পরেই ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন (World Cup Qualifying) পর্বের ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত। গত বছর বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে তাদের পরাজিত করেই চূড়ান্ত সাফল্য পেয়েছিল সুনীলরা। এবার ফের তাদের বিপক্ষে লড়াই। ম্যাচটা যে খুব একটা সহজ হবে না তা বলাই চলে।

কিন্তু তবুও নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে প্রস্তুত ভারত। দিন কয়েক আগেই ভুবনেশ্বর থেকে প্রস্তুতি শিবির শেষ করে কলকাতায় এসেছে গোটা দল। এখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে নামবে স্টিমাচের ছেলেরা‌। বলতে গেলে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দল।

   

দলের রক্ষনভাগের পাশাপাশি আক্রমণভাগের দিকে ও নজর রয়েছে হেড কোচের। বলতে গেলে সবরকম ভাবে দলকে প্রস্তুত রাখতে চাইছেন তিনি। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যেতে হলে কুয়েত ম্যাচে জয় পেতেই হবে ব্লু-টাইগার্সদের। তাছাড়া এই ম্যাচের উপরেই নির্ভর করছে কোচ ইগর স্টিমাচের ভবিষ্যত। আসলে এই ম্যাচে পরাজিত হলেই জাতীয় দলের দায়িত্ব থেকে স্টিমাচকে ছাঁটাই করতে পারে ফেডারেশন। সেজন্য, সবটা উজাড় করে দলের জয় এনে দিতে চাইছেন তিনি।

সেইমতো স্কোয়াডের প্রত্যেকের দিকে নজর রয়েছে কোচের। শুক্রবার অধিকাংশ ফুটবলারদের একসাথে অনুশীলন করতে দেখা গেলেও আলাদাভাবে অনুশীলন করলেন তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে বিক্রম প্রতাপ সিং এবং এডমন্ড লারিনডিকা। মনে করা হচ্ছে, আসন্ন কুয়েত ম্যাচের কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা হিসেবেই হয়ত এই বিশেষ অনুশীলন করাচ্ছেন ইগর স্টিমাচ।