মোদীর হ্যাটট্রিক নিশ্চিৎ, ৩৫০-য়ের বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে এনডিএ, রিপোর্ট সমীক্ষার

২০২৪ সালের লোকসভা ভোটে বড় জয় পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ইতিহাস ছোঁয়ার দোরগোরায় নরেন্দ্র মোদী। তবে, বিজেপির নেতৃত্বের ৪০০ আসন পারের স্বপ্ন অধরাই থেকে…

Lok Sabha Election 2024 Exit Polls Result NDA BJP Modi INDIA Alliance Congress CPIM TMC SP NCP, বুথ পেরৎ সমীক্ষায় এগিয়ে এনডিএ

২০২৪ সালের লোকসভা ভোটে বড় জয় পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ইতিহাস ছোঁয়ার দোরগোরায় নরেন্দ্র মোদী। তবে, বিজেপির নেতৃত্বের ৪০০ আসন পারের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে সমীক্ষায় প্রকাশ। কংগ্রেস মুক্ত ভারত গড়াও ডাকও এ যাত্রায় আর সম্ভব হচ্ছে না।

বাংলায় এবার পদ্ম-ফুলের রমরমা, কটা করে আসন বিজেপি-তৃণমূলের? জানুন সমীক্ষা

   

সপ্তমদফা ভোট শেষেই বুথ পেরৎ সমীক্ষার ফলাফল প্রকাশ পাচ্ছে। প্রায় প্রত্যেকটিতেই এগিয়ে রাখা হয়েছে এনডিও-কে। অনেকটাই পিছিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোট। সমীক্ষাগুলির ফলে দেখা যাচ্ছে, ৩৫০০এর বেশি আসন জিতে দিল্লির মসনদ দখল করবে শাসক জোট। ইন্ডিয়া শিবিরের ঝুলিতে যেতে পারে ১২৫ থেকে ১৫০টি আসন।

একনজরে বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল

‘রিপাবলিক টিভি-পি মারকিউ’ সমীক্ষা
এনডিএ- ৩৫৯, ইন্ডিয়া জোট- ১৫৪, অন্য়ান্য-৩০

‘জন কি বাত’ সমীক্ষা
এনডিএ- ৩৬২-২৯২, ইন্ডিয়া জোট- ১৪১-১৬১, অন্য়ান্য-১০-২০

‘ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকস’ সমীক্ষা
এনডিএ- ৩৭১, ইন্ডিয়া জোট- ১২৫, অন্য়ান্য-৪৭

‘দৈনিক ভাস্কর’ সমীক্ষা
এনডিএ- ২৮৫-৩৫০, ইন্ডিয়া জোট- ১৪৫-২০১, অন্য়ান্য-৩৩-৪৯

এক্সিট পোল হল ভোটাররা তাদের ভোট দেওয়ার পরে সমীক্ষকদের কী বলেন তার উপর ভিত্তি করে একটা ভবিষ্যদ্বাণী। এক্সিট পোলের পূর্বাভাস প্রকাশ থেকে একটা আঁচ পাওয়া যেতে পারে দেশের গুরুদায়িত্ব কার কাঁধে যেতে চলেছে। তবে অনেক সময় এক্সিট পোলের ফলাফলের উল্টো চিত্রটাও দেখা গিয়েছে। ওপনিয়ন পোল এবং এক্সিট পোলের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ওপিনিয়ন পোল নির্বাচনের আগে হয়। মূলত সাধারণ মানুষের থেকে মতামত নিয়ে সমীক্ষা করা হয়। এক্সিট পোল হল নির্বাচন পরবর্তী পর্যায়ের সমীক্ষা। ভোটদান করার পর ভোটারদের থেকে নেওয়া মতামতের উপর ভিত্তি করে তৈরি হয় এই সমীক্ষা।