১৭টি আসনে জিতে গেল BJP, অকাল দিওয়ালিতে মাতলেন কর্মী-সমর্থকেরা

লোকসভা ভোটের গণনার আগেই বিজেপি (BJP)-র জয়জয়কার। সিকিমে না হলেও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিধানসভা ভোটে বিপুল ভোটে জয় পেয়ে নতুন করে সরকার গড়ার পথে…

লোকসভা ভোটের গণনার আগেই বিজেপি (BJP)-র জয়জয়কার। সিকিমে না হলেও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিধানসভা ভোটে বিপুল ভোটে জয় পেয়ে নতুন করে সরকার গড়ার পথে গেরুয়া শিবির। এদিকে খুশিতে রীতিমতো নাচছেন বিজেপির কর্মী সমর্থকরা।

জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি কর্মীরা। দলের এহেন জয়ের জেরে ইটানগরে পার্টি অফিসের বাইরে বাজি ফাটাচ্ছেন কর্মী সমর্থকরা। ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যে অর্ধেক পথ অতিক্রম করেছে। ইতিমধ্যে ১৭টি আসনে জিতে গিয়েছে এবং আরও ২৯টি আসনে এগিয়ে গিয়েছে পদ্ম শিবির। অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টি এগিয়ে রয়েছে ৬টি আসনে। রাজ্য বিধানসভায় ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিতে সংখ্যাগরিষ্ঠতা জরুরি। বালো রাজা (পালিন), হামজং তাংহা (চাংলাং (দক্ষিণ)), তেসাম পংতে (চাংলাং (উত্তর)), ওয়াংকি লোয়াং (নামসাং) এবং ওয়াংলিন লোয়াংডং (বোর্দুরিয়া-বোগাপানি) জয়ী হয়েছেন। রাজা ৫০৪০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, অন্যরা গড়ে ১০০০ ভোটের ব্যবধানে জিতেছেন।

   

গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই অরুণাচলে ভোটগ্রহণ হয়। এরপর আজ রবিবার ছুটির দিন সকাল ৬টা থেকে ভোটগণনা শুরু হয়। এদিকে কিছু সময় এগোতেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। আনুমানিক ৮২.৭১% ভোটার বিধানসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইভিএমে সিল করা ১৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছিলেন।