বাংলার একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থীর পরাজয়ের সম্ভাবনা, বলছে সমীক্ষা

শনিবার দেশে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। সপ্তম দফার ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার (Exit Poll 2024) ফলাফল প্রকাশ করেছে বিভিন্ন নামজাদা সমীক্ষক সংস্থা। অধিকাংশ…

puducherry-bjp-mla-pml-kalyanasundaram-says-situation-is-not-good-for-2026

শনিবার দেশে লোকসভা নির্বাচন শেষ হয়েছে। সপ্তম দফার ভোট শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার (Exit Poll 2024) ফলাফল প্রকাশ করেছে বিভিন্ন নামজাদা সমীক্ষক সংস্থা। অধিকাংশ সংস্থা বাংলায় বিজেপিকে এগিয়ে রাখলেও আসনভিত্তিক ফলাফলে বড় চমক দেখা যেতে পারে। সমীক্ষা অনুযায়ী, বিজেপি তৃণমূলের তুলনায় বেশি আসন পেলেও হেরে যেতে পারেন একাধিক হেভিওয়েট বিজেপি প্রার্থী।

রিপাবলিক টিভি পিমারকিউ (P-MARQ) সংস্থার সাহায্যে বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ করেছে। বাংলার ৪২টি আসনের কোনটিতে কোন দল জিততে পারে, তাও জানিয়েছে তারা। এবারের নির্বাচনে রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কলকাতা উত্তর। এই কেন্দ্রে তৃণমূলের বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন বিজেপির তাপস রায়।

   

বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস কয়েক মাস আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাপস দাবি করেছিলেন, তাঁর বাড়িতে ইডি হানার পিছনে রয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এমনকী ইডি হানার পর দলের তরফে কেউ তার পাশে দাঁড়াননি বলেও ক্ষোভ উগড়ে দেন তিনি। শুভেন্দু-সজলের হাত ধরে ভোটের ঠিক আগে বিজেপি যান তাপস।

বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায়

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপির জনপ্রিয় কাউন্সিলর সজল ঘোষের টিকিটের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু গেরুয়া শিবির এই কেন্দ্রের টিকিট দেয় তৃণমূলত্যাগী নেতা তাপস রায়কে। রিপাবলিক টিভি পিমারকিউ (P-MARQ) এর সমীক্ষা অনুযায়ী, এই কেন্দ্রে হেরে যেতে পারেন তাপস রায়। খুব অল্প ভোটের ব্যবধানে হলেও এই কেন্দ্রে জয় হাসিল করবেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়।

পিমারকিউ (P-MARQ) এর সমীক্ষা অনুযায়ী, হেরে যেতে পারেন বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাঁরা হলেন, ঘাটালের বিজেপি প্রার্থী তথা খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী আন্দোলনের মুখ রেখা পাত্র, যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

কার দখলে দিল্লির কুর্সি? বুথ ফেরৎ সমীক্ষার আগেই বোমা ফাটালেন প্রশান্ত কিশোর!