Birbhum: তৃণমূল কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে বোমা। চাঞ্চল্য ছড়াল মল্লারপুরে

পঞ্চায়েতের আগে উত্তপ্ত বীরভূমের মল্লারপুর। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পরপর দুটো বোমা ছোড়া হয়। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী আপেল হক প্রচার…

পঞ্চায়েতের আগে উত্তপ্ত বীরভূমের মল্লারপুর। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পরপর দুটো বোমা ছোড়া হয়।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী আপেল হক প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। বাড়িতে ঢুকতে যাওয়ার সময় পিছন থেকে বিকট শব্দ শুনে তে পান। অভিযোগ প্রার্থীর এক হাত দূরে বোমা পড়ে।  এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের মল্লারপুরের হাজীপুর গ্রামে।

   

অভিযোগের তীর সিপিএম প্রার্থী সাজিরুল সেখের ভাই ও তার লোকজনের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

ময়ুরেস্বর এক নম্বর ব্লকের দাবুক গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ হাজিপুর গ্রাম। সেখানেই তৃণমূলের হয়ে পঞ্চায়েত সমিতিতে দাড়িয়েছেন আপেল হক।

আপেল হক কে উদ্দেশ্য করে বোমা ছোঁড়া হলে তিনি ছুটে পালিয়ে যান। প্রাণে বেঁচে যান তিনি। বোমার জন্য বাড়ির টিনের দেওয়াল ভেঙে গিয়েছে। বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে আরও দুটো তাজা বোমা।

তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছেন যে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।