বাংলায় শুরু হবে এনকাউন্টার! এক্সিট পোল দেখেই হুঁশিয়ারি বিজেপি নেতার

ভোটের ফল প্রকাশের আগেই ‘উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট’ দেওয়ার কথা শোনালেন বঙ্গ বিজেপির অন্যতম সেনাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুরু হবে ‘এনকাউন্টার’!তিনি…

nandigram-bjp-mandal-president-was-arrested-by-the-police

ভোটের ফল প্রকাশের আগেই ‘উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট’ দেওয়ার কথা শোনালেন বঙ্গ বিজেপির অন্যতম সেনাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুরু হবে ‘এনকাউন্টার’!তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যে বরদাস্ত করা হবে না কোনও সন্ত্রাস। লোকসভা ভোটের আগাম পূর্বাভাস দেখেই কি এই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার? অনেকেই মনে করছেন ভোটের আগাম পূর্বাভাস দেখেই উজ্জীবিত হয়ে উঠেছে বঙ্গ বিজেপি। তবে ভোটের পরেই যে লাগামছাড়া সন্ত্রাস ছড়িয়েছে সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত।

রবিবার নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবার। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি করছে পরিবারের। এই খুনের প্রেক্ষিতে চাঁছাছোলা মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

   

সুকান্তর কথায়, ‘ভোট-পরবর্তী হিংসা নদিয়া, বসিরহাটে শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতা মানে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানেও আমাদের কর্মীদের মাথা ফাটানো, ধমকানি-চমকানি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস আসলে বুঝতে পেরে গিয়েছে, তাদের সময় আসন্ন।’ এর পরই রাজ্য বিজেপি সভাপতির সংযোজন, ‘গুন্ডা-বদমায়েশদের বলে দিতে চাই, বিজেপি ক্ষমতায় আসছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর যদি বিজেপিরও কোনও ঝান্ডাধারীর হাত ধরে দলে আসেন, বাঁচবেন না।উত্তরপ্রদেশ-ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে।’

তবে বিজেপি কর্মী খুনের বিষয়ে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি এ ঘটনার পিছনে পারিবারিক প্রতিহিংসা দায়ী। তবে ভোটের শেষ হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক হিংসার অভিযোগ আসতে চলেছে। শুধু তাই নয় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।