হল না শেষ রক্ষা, ৮০ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি আজ বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক মৃত্যুতে হতবাক ও দুঃখিত। আমি গত কয়েক দশক ধরে তাকে চিনি। বিগত কয়েক বছরে যখন তিনি অসুস্থ ছিলেন এবং বাড়িতে ছিলেন তখন আমি তাকে কয়েকবার দেখতে গিয়েছি। এই শোকের মুহূর্তে মীরাদি ও সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি সিপিআই(এম) পার্টির সদস্য এবং তাঁর সমস্ত অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।’
প্রবল শ্বাসকষ্ট ফুসফুসে সংক্রমণ সহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকাল ৮:২০ নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। এরপর ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুদ্ধদেববাবুর সন্তান সুচেতন সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সকালেও বুদ্ধদেববাবু প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন বলে খবর।
সূত্রের খবর, মাঝে কিছুটা সময়ে তিনি স্থিতিশীল ছিলেন। তবে গতকাল বুধবার রাত থেকে জ্বরটা বাড়তে থাকে বুদ্ধদেববাবুর। এরপর আজ বৃহস্পতিবার আচমকা সকাল থেকে বুদ্ধদেববাবুর জ্বরটা বেড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাঁকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি কয়েকবার তাঁকে বাড়িতে দেখতে গেছি।
এই মুহূর্তে আমি খুব দু:খিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি…
— Mamata Banerjee (@MamataOfficial) August 8, 2024