Durand Cup 2024: ডার্বিতে আসল পরীক্ষার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2024) পরপর দুই ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। দাপটের সঙ্গে খেলেই পুরো পয়েন্ট অর্জন করেছে লাল হলুদ ব্রিগেড।…

East Bengal

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2024) পরপর দুই ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। দাপটের সঙ্গে খেলেই পুরো পয়েন্ট অর্জন করেছে লাল হলুদ ব্রিগেড। মরসুমের শুরুতেই প্রিয় ক্লাবের এই ফর্ম ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ট্রফি জয়ের আশা বাড়িয়েছে। কঠিন পরীক্ষা আসন্ন। ডুরান্ড কাপে আসন্ন ডার্বিতে লাল হলুদ ব্রিগেডকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)।

   

Vinesh Phogat: কুস্তিকে ‘আলবিদা’ জানালেন ভিনেশ ফোগাট

ইন্ডিয়ান এয়ার ফোর্সের ফুটবল টিম ও ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে ইস্টবেঙ্গল। দুই ম্যাচেই ৩-১ গোল জিতেছে দল। কলকাতা ফুটবল লিগে রিজার্ভ দল খেললেও, ডুরান্ড কাপে সিনিয়র দলের ফুটবলারদের দেখে নিচ্ছেন কোচ কার্লেস কুয়াদ্রত। বিদেশি ফুটবলারদেরও মাঠে পরখ করে নিচ্ছেন স্প্যানিশ কোচ। গোলের মধ্যে রয়েছেন দিমি দিয়ামান্তিকস, ডেভিড, সাউল ক্রেসপো, মাদিহ তালাল, জেসিন টিকে। এয়ার ফোর্স ও ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তালাল।

ব্যাক টু ব্যাক ম্যাচে জয় পেলেও এখনই নিশ্চিত হওয়ার মতো সময় আসেনি। সবে মরসুমের শুরু। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে নিজেদের। ইন্ডিয়ান সুপার লিগের আগে ইস্টবেঙ্গল প্রশিক্ষকও নিজেদের প্রস্তুতি ভাল করে সেরে রাখতে চাইছে। পরপর ম্যাচে জয় লাল হলুদ শিবিরের জন্য নিশ্চিত ইতিবাচক বিষয়।

খাতায় কলমে, মাঠের পারফরম্যান্সের বিচারে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল ভারতীয় বায়ুসেনার ফুটবল দল ও ডাউনটাউন হিরোজ। বুধবার ডাউনটাউনের রক্ষণভাগের ফুটবলাররা ইস্টবেঙ্গলের আক্রমণভাগের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি। তালালের ফ্রি কিকের সময় ‘রং ফুট’-এ চলে গিয়েছিলেন গোলকিপার। সাউল গোল করলেন গোল করেছেন পেনাল্টি থেকে। ইস্টবেঙ্গল প্লেয়ারদের ফাঁকা জায়গা দিয়ে ফেলেছিলেন ডাউনটাউন। সুযোগ কাজে লাগিয়েছেন লাল হলুদ ব্রিগেডের ফুটবলাররা।

কলকাতায় চলে এলেন মোহনবাগানের দিমি

সব দলের বিরুদ্ধে আক্রমণ তৈরি করার মতো এতটা ফ্রি স্পেস ইস্টবেঙ্গলের ফুটবলাররা পাবেন না। গোল করার কাজ আরও কঠিন হয়ে উঠতে পারে। ডুরান্ড কাপে বিদেশি ফুটবলারদের দেখে নিতে চাইছেন মোহনবাগানের হেড কোচ হোসে মোলিনা। ডুরান্ড কাপের বড় ম্যাচে লাল হলুদ ব্রিগেড কেমন পারফরম্যান্স করে সে দিকে নজর থাকবে ফুটবল প্রেমীদের।