Cow smuggling: আটক অনুব্রত ঘনিষ্ঠ TMC কাউন্সিলর

গোরু পাচারকাণ্ডে এবার আটক করা হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলরকে। জানা গিয়েছে, বুধবার বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী…

Anubrata Mandal

গোরু পাচারকাণ্ডে এবার আটক করা হল অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ কাউন্সিলরকে। জানা গিয়েছে, বুধবার বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টা ধরে কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর।

সূত্রের খবর, আয় ব্যয় সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য নিয়ে যাওয়া হয় কনসালট্যান্টের অফিসে। এরপর তৃণমূল কাউন্সিলরকে বাড়িতে ফিরিয়ে এনে ফের জিজ্ঞাসাবাদ পর্ব চলবে বলে খবর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা যায়, বুধবার সকালে বোলপুরের শুঁড়ি পাড়ায় তিন অনুব্রত ঘনিষ্ঠদের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয়েছে অভিযান৷ বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুদীপ রায় ও দোলনকুমারদের বাড়িতে ঢুকে পড়ে সিবিআই৷

উল্লেখ্য, গোরু পাচার মামলায় শুরু থেকেই সিবিআই নজরে ছিল অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তি৷ সূত্রের খবর, অনুব্রত মণ্ডল গোরু পাচারের টাকা সরাসরি পাচারকারিদের কাছ থেকে পেত৷ সেই টাকা তাঁর ঘনিষ্ঠদের কাছে ছড়িয়ে দিত৷ সেকারণেই বীরভূমের একাধিক নেতাদের সম্পত্তি ক্রমাগত বেড়েই চলেছে। এত কম সময়ে কীভাবে এই বিরাট সম্পত্তির মালিক হয়ে উঠলেন অনুব্রত ঘনিষ্ঠরা সেটা খুঁজতেই তল্লাশি।