প্রয়োজন পড়লে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে: শিক্ষা মন্ত্রী

তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। জ্বালা ধরে যাচ্ছে শরীরে। গরম সহ্য না করতে পেরে মৃত্যু হয়েছে। সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর।…

তীব্র দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। জ্বালা ধরে যাচ্ছে শরীরে। গরম সহ্য না করতে পেরে মৃত্যু হয়েছে। সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারা। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর। একাধিক পরীক্ষার্থীর ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকেই দিচ্ছে তারা পরীক্ষা।

Advertisements

এই তীব্র দাবদাহে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজনে এগোতে পারে গরমের ছুটি। সোমবার ও মঙ্গলবারের আবহাওয়া দেখে এ কথা জানিয়েছেন তিনি।

   

মঙ্গলবার ব্রাত্য বসু জানিয়েছেন, আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলে সমস্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে হতে পারে বৃষ্টি। অর্থাৎ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে দক্ষিণবঙ্গবাসী। গরমের এমন সময়ে দুপুরের স্কুল সকালে করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, স্কুলের টাইম এগিয়ে আনা হয়েছে। যদি প্রয়োজন বোঝা হয় তাহলে গরমের ছুটিও এগিয়ে আনা হবে। যেহেতু পুরোদমে শুরু হয়েছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, তাই হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না রাজ্য সরকার। করোনার দাপটের কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লেগেছে বেশ খানিকটা। তাই বেশ কিছুটা সময় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী।