২০২৪ সালেই লোকসভা নির্বাচন৷ তার আগেই বাংলার পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই দেখছে বিজেপি৷ তাই এখন থেকে বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চান কেন্দ্র-রাজ্য বিজেপি নেতারা। সেটা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda ) চলতি বছরের দ্বিতীয় সফরেই স্পষ্ট। রবিবার পূর্বস্থলীর সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে কার্যত তোপ দাগলেন তিনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: পঞ্চায়েত নির্বাচনে কোন বোতল-বাহককে প্রার্থী নয়- অভিষেক
বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। অপশাসন, অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা। জল জীবন মিশনের উদ্যোগ নিয়েছে মোদি সরকার। কিন্তু, এই রাজ্যে সেই প্রকল্পও ঠিক মতো করা হচ্ছে না। মোদীজির স্বপ্ন কেউ ঝুপড়িতে থাকবে না। সেই জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছেন মোদীজি। কিন্তু, তাও বাংলা আবাস যোজনা বানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কোনও অর্থ না দিয়ে কেন্দ্রের প্রকল্প চুরি করছে। তার নাম বদল করে দিচ্ছে।
আরও পড়ুন: Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়াতে রাজপথে সিপিএম
কার্যত বাংলা ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ও দিদি আপনার নাম তো মমতা, আপনি কবে থেকে নির্মমতা হয়ে গেলেন? শেষ হবে, শেষ হবে হিংসার খেলা শেষ হবে। শেষ হবে, শেষ হবে কাটমানির খেলা শেষ হবে৷ শেষ হবে, শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবে৷ শেষ হবে, শেষ হবে তৃণমূলের খেলা শেষ হবে।
Addressing a public meeting in Purbasthali, West Bengal. https://t.co/YJXkRFUuOK
— Jagat Prakash Nadda (@JPNadda) February 12, 2023
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন
একইসঙ্গে তৃণমূলের ব্যাখা দিতে গিয়ে বলেন, টি এর অর্থ তোলাবাজি ও টেরর, এম এর অর্থ মাফিয়া, সি এর অর্থ কোরাপশন এবং কমিশন৷ গত নির্বাচনে সরকার বদল হয়নি। এর জন্য আশাহত হবেন না। আরও একবার ধাক্কা দিন৷ যাতে এই সরকার পড়ে যায়। নতুন বিজেপির সরকার আসে৷