পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন

গতকালই জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠনকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন রাজ্য কমিটির সদস্য দুধকুমার মণ্ডল৷ এবার জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহের আঁচ…

গতকালই জেলা কমিটি এবং ব্লক কমিটি গঠনকে কেন্দ্র করে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন রাজ্য কমিটির সদস্য দুধকুমার মণ্ডল৷ এবার জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহের আঁচ জলপাইগুড়ি জেলায়৷ আন্দোলনের রূপরেখা তৈরি করতে গতকাল কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি-সহ একাধিক নেতা।

সূত্রের খবর, দলের জেলা সভাপতিকে অচল পয়সা বলে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি। জেলায় বিজেপিকে নির্মূল করবেন জেলা সভাপতিই, অভিযোগ করেন ধূপগুড়ি ব্লকের এক প্রাক্তন মণ্ডল সভাপতি। যদিও জেলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ নতুন কিছু নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণার পরেই জেলায় জেলায় বিজেপিতে বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই থেকেছে।

   

বিক্ষুব্ধ শিবিরের এই তালিকায় নীচু তলার কর্মীরা যেমন রয়েছে৷ রয়েছে বিধায়ক, সাংসদ থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরের কর্মীরা। অভিযোগ, জেলা কমিটি গঠনের ক্ষেত্রে পুরাতনদের গুরুত্ব দেওয়া হয়নি। সরাসরি অভিযোগ তোলা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীদের বিরুদ্ধে।

শোনা যাচ্ছে, বিক্ষুব্ধ নেতা কর্মীদের একটি বিরাট অংশ তৃণমূলে যোগদানের জন্য পা বাড়িয়ে রয়েছেন। আবার অনেকে সক্রিয় রাজনীতি থেকে নিজেদের অন্তরালে রেখেছেন। বিজেপির এই কর্মীদের ফেরাতে না পারলে মুরলীধর সেন লেনের মাথার ওপর কালো মেঘ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।