Loksabha election 2024: রবিবাসরীয় প্রচারে দলীয় পতাকা হাতে নাচ সাথে ফিটনেস ঠিক রাখার পরামর্শ তৃণমূল প্রার্থীর

আজ রবিবাসরীয় জমজমাট প্রচার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের।প্রচারে বেড়িয়ে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন চিত্র তুলে ধরছে পথে প্রান্তরে। এর পাশাপাশি দলীয় নেতৃত্ব কর্মী…

kirti azad

আজ রবিবাসরীয় জমজমাট প্রচার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের।প্রচারে বেড়িয়ে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন চিত্র তুলে ধরছে পথে প্রান্তরে। এর পাশাপাশি দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক বিধায়কের উপস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরে জোরদার প্রচার করেন তিনি।প্রচারের শেষ লগ্নে দলীয় পতাকা হাতে বাজনার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে।একই সাথে মাদলও বাজালেন তিনি।

দলীয় পতাকা হাতে এই রকম নাচ দেখে তাঁর এই রখম নাচ দেখে আনান্দ উপভোগ করলেন বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরের বাসিন্দারা। এর সাথে সাংবাদিকরা প্রার্থীকে নাচের কারন জানতে চাইলে
“কীর্তি আজাদ জানান,এ দিদি কা ঝান্ডা হে,জো হর বকত লহেরানা চাহিয়ে।”তারপরই তার জবাব,পার্টীর ঝান্ডা,কর্মীদের উৎসাহ ও আদিবাসী বোনেরা যখন সঙ্গে আছে,বাজনা বাজছে তখন নাচ তো এমনি এমনি মন চায়।

   

পাশাপাশি মিছিল চলাকালীন এক পুলিশ কর্মীর ভুড়ি দেখে তাকে ফিটনেস ঠিক রাখার পরামর্শও দেন।এ প্রসঙ্গে তিনি বলেন,আমি ফিটনেস রাখার জন্য সবাইকে বলি।ফিটনেস থাকলে স্বাস্থ্য ভালো থাকবে,মাথা ভালো কাজ করবে,উজ্জীবিত থাকবেন,কাজে মন পাবেন।আমি পুলিশ কর্মীকে বলেছি আমার সাথে প্রতিদিন চলো,আমি ফিট করে দেবো।

পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী,কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার হাটগোবিন্দপুরে যান জনসংযোগ ও প্রচারে।সেখানে বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।প্রথমে দলীয় বৈঠক করেন তারপর কলেজ মোড় হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত জনসংযোগ করেন তিনি।তার সঙ্গে ছিলেন বিধায়ক নিশীথ মালিক,ব্লক সভাপতি পরমেশ্বর কোঙার,যুব সভাপতি সৌভিক পান সহ অনান্যরা। এখন দেখার বিষয় এই আনন্দের প্রচার লোকসভা নির্বাচনের ফলাফল পর্যন্ত ধরে রাখতে পারে কিনা কীর্তি আজাদ সেটাই দেখার বিষয় ।