Abhishek Banerjee: পঞ্চায়েত নির্বাচনে কোন বোতল-বাহককে প্রার্থী নয়- অভিষেক

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayat elections) প্রার্থী নির্বাচন নিয়ে বেশ বাচ-বিচার শুরু করেছেন ‘নতুন’ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷

abhishek banerjee

রাজ্যের আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayat elections) প্রার্থী নির্বাচন নিয়ে বেশ বাচ-বিচার শুরু করেছেন ‘নতুন’ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ প্রার্থী নির্বাচন সম্পর্কে বারবার একাধিক তত্ত্ব তুলে ধরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ উত্তরবঙ্গ সফরে এসে শনিবার কোচবিহারের সভা থেকে আরও একবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। তাঁর স্পর্ষ্ট বার্তা, মানুষ যাকে বেছে নেবে, তিনিই হবেন প্রার্থী। কোনও দাদার বোতল বয়ে প্রার্থী হবে না।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলে এখুনি মুখ্যমন্ত্রীকে বের করে দেয়: রাহুল সিনহা

   

শনিবার মাথাভাঙার সভা থেকে অভিষেককে বলতে শোনা যায়, আমাদের কিছু ভুল ত্রুটির কারণে ২০১৯ এবং ২০২১ –এ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যয় আজকে আমি লক্ষ্য করেছি, এই সমাবেশ কোচবিহারের মাটিতে পালাবদলের সমাবেশ। পরিবর্তনের সমাবেশ। যারা বিজেপিকে ভোট দিয়েছিল ২০১৯ এ, ২০২১ এ তাঁরা আজকে বুঝতে পারছে বিজেপিকে ভোট দেওয়া এবং খাল কেটে কুমির আনা এক।

আরও পড়ুন: Tripura Election 2023: বিজেপিকে ঠেকাতে কৌশলে সিপিএমের প্রশংসা অভিষেকের

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূলের যুবরাজের বার্তা, সভাস্থলে আজকে যে সমস্ত কর্মীরা রয়েছেন, তাঁদেরকে অনুরোধ করব, কাল থেকে মানুষের বাড়ি বাড়ি যাওয়া শুরু করুন। মানুষ তৃণমূলকে চায়। কয়েকটা লোকের কুকর্ম এবং অপকর্মের কারণে মুখ ফিরিয়েছে। আমি কেশপুরে সাতদিন আগে সভা করেছি। আমি সেখানে বলেছি, আমরা মানুষের কাছে মাথানত করতে প্রস্তুত। আমরা বাংলার মানুষের কাছে মাথানত করব। কিন্তু দু’চারটে লোকের জন্য যদি দলের মাথানত হয়, তাঁদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলব না। সে যত বড় নেতা আর দাদার ছত্রছায়ায় থাকুক।

আরও পড়ুন: Suman Kanjilal: মুকুল রায়ের সূত্রে বিজেপি বিধায়ক ঢুকলেন অভিষেকের ‘নয়া’ তৃণমূলে

এদিন তিনি আরও বলেন, আজকে কোচবিহারের একাধিক প্রান্ত থেকে মানুষ এসেছে। আমি গ্রামের মানুষকে বলবে আপনারা ২০২১ সালের নির্বাচনে সাতটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে জিতিয়েছিলেন। আপনারা লোকসভায় বিজেপিকে জিতিয়েছিলেন। কিন্তু গত ৪ বছরে সাংসদ একবারও কোচবিহারের দাবি-দাওয়া নিয়ে সংসদে সরব হয়নি। আমি বলতে চাই ২০২১ সালে যেখানে সভা করেছি, সবাইকে বলেছি যখন ফল ঘোষণা হবে ২০২১ সালে বিজেপি যতই হাওয়া তুলুক ২০০ এর বেশী আসন পাবে। অনেকে বিশ্বাস করেনি। কিন্তু যেদিন ফল ঘোষণা হল সেদিন তৃণমূল ২০১৬ সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল। আজকে আমি আবার বলছি, গ্রামের মানুষ যাকে সার্টিফিকেট দেবে, পঞ্চায়েতে যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই আগামীদিনে তৃণমূলের প্রার্থী। কোনও দাদার বোতল বয়ে প্রার্থী হবে না।