অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলে এখুনি মুখ্যমন্ত্রীকে বের করে দেয়: রাহুল সিনহা

কুণাল ঘোষের পর মঙ্গলবার তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার টুইট করে জানিয়েছেন, ২০২৪ এই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক। আর এর পরেই বিতর্ক উঠতে ডিলিট করে…

কুণাল ঘোষের পর মঙ্গলবার তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার টুইট করে জানিয়েছেন, ২০২৪ এই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক। আর এর পরেই বিতর্ক উঠতে ডিলিট করে দেয়। এবার সেই নিয়ে মন্তব্য করলেন রাহুল সিনহা (Rahul Sinha)। বিজেপি নেতা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আর তর সইছে না। পারলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে এখনই নিজে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়েন। সেই অবস্থার সূচনা আমরা দেখতে পাচ্ছি।

তিনি আরও বলেন, যারা এসব কথা বলতে শুরু করেছে তারা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। অর্থাৎ একদিকে দিল্লির লোভ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়াও। ওদিকে দিল্লিও হবে না এদিকে মুখ্যমন্ত্রীর পদও যাবে। এটা তৃণমূলের অন্দরে একটা গভীর চক্রান্ত চলছে।

প্রসঙ্গত, পর পর ২ টুইট নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। সোমবার বিকেলে কুণাল ঘোষ দাবি করেন, ২০৩৬ সালে মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। মঙ্গলবার সকালে এক পা এগিয়ে ২০২৪-এই অভিষেক মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে দাবি করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।