Suvendu Adhikari: বিজেপির সভার ময়লা সাফ করে পাপক্ষয় করবে তৃণমূল: শুভেন্দু

শনিবার বীরভূমের বোলপুরের জনসভা (Bolpur meeting) থেকে শাসক তৃণমূলের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

BJP leader Suvendu Adhikari

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসতেই শাসক-বিরোধী আক্রমণের মাত্রার পারদ চড় চড় করে বাড়ছে৷ এক অপরের বিরুদ্ধে বাক-তিরে বিদ্ধ করছেন বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC) নেতারা। শনিবার বীরভূমের বোলপুরের জনসভা (Bolpur meeting) থেকে শাসক তৃণমূলের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন: Suvendu Adhikari: কোটি কোটি কালো টাকার হদিস দিলেন শুভেন্দু অধিকারী

তিনি বলেন, বীরভূম এই তোলাবাজদের নাম পরিচিত হবে না। বীরভূম এই কেষ্ট মন্ডলদের নামে পরিচিত হবে না। বীরভূম পরিচিত হবে মা তারার নামে। বীরভূম পরিচিত হবে বিশ্বভারতী এবং কবিগুরুর নামে। শুভেন্দু বলেছে মাঠের ময়লা সাফ করতে হবে না৷ কারণ, তৃণমূল সেখানেই সভা করবে। ওরাই ময়লা পরিষ্কার করে নিজেদের পাপক্ষয় করুক৷

আরও পড়ুন: Kolkata black money: বালিগঞ্জের কালোটাকা মামলায় শুভেন্দুদের টার্গেট জিট্টি ভাইকে তলব করল ইডি

এদিনের সভা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, কে যেন বলত না চড়াম চড়াম ঢাকের আওয়াজ। গুড় বাতাসা দেব বুথে এলেই। উন্নয়ন দাঁড়িয়ে আছে। তিনি আজ কোথায়? অপেক্ষা করুক। লটকে আছে। তিহাড়ে গেলেই বেলের মোরোব্বা, অষ্টমীর দিন লুচি-ডাল আর দশমীর দিন কচি পাঁঠার ঝোল। সব বেরিয়ে যাবে। এই চোরেদের, লুঠেরাদের বিরুদ্ধে গোটা বীরভূমের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

আরও পড়ুন: Suvendu Adhikari: সুমনের দলবদলে যোগ এসপি-ডিএমদের তোপ দাগলে শুভেন্দু

অভিষেকের উদ্দেশ্যে শুভেন্দুর বক্তব্য, আজকেও ভাইপো উত্তরবঙ্গে গিয়ে বলছে বাংলা আবাস যোজনা। তোমার পিসিমণির যোজনা। ওটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেউ পায়নি। গ্রাম বাংলায় লুঠ করেছে। আমাকে বিজেপি দায়িত্ব দিয়েছিল বিজেপিকে হারাতে হবে। আমি পেরেছি হ্যাঁ কী না? আমি যদি পারি। আপনিও আপনার পঞ্চায়েতে পারবেন। এখানে কোনও নদীর অস্তিত্ব নেই। বালি তুলে যাচ্ছে। পুলিশ একশ্রেনির কালোবাজারিরা টাকা তুলছে। আগে মণ্ডলবাবুরা টাকা নিয়ে কেষ্টকে দিয়ে দিত। এখন পুলিশ পাহারা দিয়ে টাকা বীরভূমে পৌঁছে দেয়। আগে কেষ্টর ঘরে বোলপুরে যেত। এখন ভাইপোর ঘরে যাবে। তাই এখানে ব্যবস্থা চলবে। মদটা পুরাতন, বোতলটা নতুন।

একইসঙ্গে শুভেন্দু বলেন, বীরভূমে আমি যেখানে যেখানে সভা করি সেখানে সেখানে তার পরের দিনেই সভা করে তৃণমূল। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলেন, আমি বলব আপনারা এই মাঠ পরিষ্কার করতে হবে না। যা ঠোঙা, কাগজ থাকবে সব ওরা সাফ করবে। এতে ওদের পাপক্ষয় কম হবে।