Kolkata black money: বালিগঞ্জের কালোটাকা মামলায় শুভেন্দুদের টার্গেট জিট্টি ভাইকে তলব করল ইডি

কয়লা পাচার মামলায় বিরাট সাফল্য অর্জন করেছে এনফোর্সমেণত ডিরেক্টরেট। বুধবার কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি নির্মাণ সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা (black money) উদ্ধার করে তদন্তকারী সংস্থা

Jitti Bhai in Kolkata

কয়লা পাচার মামলায় বিরাট সাফল্য অর্জন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতার (Kolkata) বালিগঞ্জের একটি নির্মাণ সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা (black money) উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এই ঘটনার সুত্র ধরে কলকাতার এক ধাবার মালিককে তলব করল ইডি। আগামী ১৫ তারিখ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে৷ ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার ধাবার মালিকের নাম মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টি।

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচার মামলায় জামিন পেল বিকাশ মিশ্র

বালিগঞ্জের ওই অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির যুক্ত থাকার কথাও জানানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কয়লা পাচারের কালো টাকা সাদা করা হত এই সংস্থার পক্ষে এমনটাই মনে করছে ইডি। কয়লা পাচারের সঙ্গে মনজিৎ সিং গ্রেওয়ালের নাম যুক্ত থাকার দাবি করছে ইডি। ১৫ তারিখ মনজিৎকে তাঁর পারিবারিক ব্যবসার কাগজপত্র ও বেশ কয়েকটি নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয়কে ইডি তলব, জেরায় ডাক বাঘমুন্ডির TMC বিধায়ককে

সালাসার একটি গেস্ট হাউজ ৯ কোটি টাকা দিয়ে কেনবেচার অভিযোগ উঠেছিল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সেখানে ৩ কোটি টাকার চুক্তি হয়েছিল। একইসঙ্গে ৯ কোটি নগদ টাকার লেনদেন হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় তদন্তকারী সংস্থা। রাতভর জিজ্ঞাসাবাদ করে ১.৪ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপরেই মনজিৎ সিংকে তলব করা হয়েছে। এমনটাই সূত্রে খবর।

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নী রুজিরাকে ইডি জেরায় ডাক

এর আগে এই মনজিৎ সিংয়ের সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক ট্যুইটে বিজেপি নেতারা দাবি করছেন মনজিৎ সিংয়ের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। এমনকি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমুলী বিনয় মিশ্রর বিরুদ্ধে হুলিয়া

ইডির তরফে দাবি করা হচ্ছে, কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রেই এই বেসরকারি সংস্থার খোঁজ মিলেছে। একইসঙ্গে ওই নির্মাণ সংস্থার মানিক বিক্রম সাকারিয়াকেও দিল্লিতে তলব করেছে ইডি। আগামী দিনে ইডির অভিযোগের ভিত্তিতে সেই প্রভাবশালী নেতাকে তলব করা হবে? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।