Coal Scam: কয়লা পাচারকাণ্ডে মন্ত্রী মলয়কে ইডি তলব, জেরায় ডাক বাঘমুন্ডির TMC বিধায়ককে

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ইডির নজরে পুরুলিয়ার বাঘমুন্ডির TMC বিধায়ক সুশান্ত মাহাতো। দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই মামলায় ফের…

কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) ইডির নজরে পুরুলিয়ার বাঘমুন্ডির TMC বিধায়ক সুশান্ত মাহাতো। দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই মামলায় ফের মন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি৷

ইডি সূত্রে খবর, সাক্ষীদের বয়ানে দুই নেতার নাম বারবার উঠে এসেছে। এমনকি যে কয়লা মাফিয়াদের ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছে তাঁদের বয়ানেও উঠে এসেছে এই দুই জনের নাম। উঠে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টিও। তাই বাঘমুন্ডির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতো এবং মন্ত্রী মলয় ঘটককে তলব করা হয়েছে। মলয় ঘটক পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক।

ইডির তরফে জানানো হয়েছে, এর আগে তিনবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল ইডি। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে, এর আগে একাধিক মলয় ঘটকের বয়ান রেকর্ড করা হয়েছে৷ কিন্তু তথ্যের সঙ্গে বয়ানের অসঙ্গতি দেখা দেওয়ায় ফের তলব৷

অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে যে সমস্ত তথ্য ইডি পেয়েছে, সেখানে বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও নজরে এসেছে ইডির৷ তাই এই মামলায় প্রথমবার নোটিশ দিয়ে তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, আগামীকাল দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে পিছপা হয়নি বিজেপি৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, মলয় ঘটকের জামায় কয়লার দাগ লেগে রয়েছে। তাঁকে তো যেতেই হবে। একইসঙ্গে তিনি বলেন, সবে ইডি, সিবিআই জাল গোটাতে শুরু করেছে। এই জালে আরও কত রাঘব বোয়ালরা ধরা পড়বে সেটা এখন দেখার।