Bihar Naxal: গয়ার জঙ্গল থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার কোবরা বাহিনির

বড়সড় সাফল্য পেলেন সিআরপিএফ (CRPF)-এর জওয়ানরা। বিহারের (Bihar) গয়ায় নকশাল বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছেন সিআরপিএফ জওয়ানরা। স্বাধীনতা দিবসের আগে বিহারের গয়ায় নকশাল-বিরোধী অভিযানে ১…

বড়সড় সাফল্য পেলেন সিআরপিএফ (CRPF)-এর জওয়ানরা। বিহারের (Bihar) গয়ায় নকশাল বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছেন সিআরপিএফ জওয়ানরা। স্বাধীনতা দিবসের আগে বিহারের গয়ায় নকশাল-বিরোধী অভিযানে ১ হাজারের বেশি আইইডি বোমা ও ডিটোনেটর উদ্ধার করল সিআরপিএফ।

সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নকশালদের শক্ত ঘাঁটি থেকে আইইডি-র চালানটি গত সপ্তাহে গয়ার জঙ্গল থেকে উদ্ধার করা হয়। কমান্ডো ব্যাটালিয়ন ফর রিসোলেট অ্যাকশনের (কোবরা কমান্ডো) ২০৫ ব্যাটালিয়ন জঙ্গলে নকশাল-বিরোধী অভিযানের সময় বিস্ফোরকের চালানটি বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে বড়সড় হামলার ছক কষছিল নকশালরা। এমতাবস্থায় এই বিস্ফোরক ধরা পড়া সিআরপিএফের কাছে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গয়া-সহ বিহারের কয়েকটি এলাকার জঙ্গল এমনই যেখানে এখনও সক্রিয় নকশালরা। তবে দাবি করা হচ্ছে, বিহারের বেশিরভাগ জায়গা থেকেই নকশালদের নির্মূল করা হয়েছে।