Coal Scam: কয়লাকাণ্ডে বারিক বিশ্বাসের সঙ্গে তৃণমূলের যোগ, ছড়িয়েছে চাঞ্চল্য

  বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত আবদুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছে সিআইডি৷ তাঁকে দশ দিন হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আসানসোলের সিজেএমের আদালত৷ এবার আবদুল বারিক…

 

বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত আবদুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছে সিআইডি৷ তাঁকে দশ দিন হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আসানসোলের সিজেএমের আদালত৷ এবার আবদুল বারিক বিশ্বাসের সঙ্গে তৃণমূলের যোগসূত্র খুঁজে পাওয়া গেল৷ মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে একটি ছবিতে স্পষ্ট দেখা গেছে কয়লা পাচারে অন্যতম অভিযুক্তকে৷ যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়৷

এর আগে বারিকের ২০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি৷ গরু পাচার চক্রেও তাঁর নাম জড়িয়েছিল৷ রাজ্যের একাধিক জায়গায় তাঁর অবৈধ ইটভাটার খবর মিলেছে৷ ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া কয়লা স্পঞ্জ আয়রন এবং ইটভাটায় ব্যবহার করত৷ এমনটাই তদন্তকারী অফিসারদের সূত্র মারফত জানা গেছে৷ তাঁর বিরুদ্ধে শিল্পাঞ্চলে একাধিক অভিযোগ জমা পড়েছে৷ তাতেই পদক্ষেপ নিয়েছে পুলিশ৷

ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাসের সঙ্গে তৃণমূলের যোগ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ তবে এটা নতুন কিছু নয়, বাম আমলেও নিজের প্রভাব বজায় রাখতে বাম নেতাদের সঙ্গে সখ্যতা বজায় রাখত বারিক এমনটা সূত্রে খবর। কিন্তু তৃণমূলের সঙ্গে যে তাঁর ঘনিষ্ঠতা বেড়েছিল, তা হাতেনাতে প্রমাণ পাওয়া গেল৷

অবশ্য কয়লা পাচারকাণ্ডে ইডির তৎপরতা বাড়তে একাধিকবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয়৷ চলতি মাসেও তাঁকে তলব করা হয়েছিল৷ কিন্তু এবারেও হাজিরা এড়িয়ে গেছেন তিনি৷ এখন আবদুল বারিক বিশ্বাসের সঙ্গে তাঁর যোগসূত্র মেলায় ইডির চাপ বাড়বে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে।