ATK Mohun Bagan: আগামী মরশুমে ইন্দোনেশিয়ার স্ট্রাইকার আনার চেষ্টা করছে মোহনবাগান

চলতি মরশুমে দারুণ ভুগছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরফলে প্রায় প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ তৈরি করলেও শেষ অবধি গোল করে উঠতে পারছেন না

ilija spasojević

দলে একটা প্রপার সেন্টার ব‍্যাক না-থাকার কারণে চলতি মরশুমে দারুণ ভুগছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরফলে প্রায় প্রতি ম‍্যাচে গোল করার সুযোগ তৈরি করলেও শেষ অবধি গোল করে উঠতে পারছেন না তারা। অবশ্য এক্ষেত্রে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর উদাসীনতা দায়ী।

 আরও পড়ুন:Dearness Allowance: ন্যায্য ডিএ চেয়ে ১৩ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

অবশ্য পরের মরশুমে আর এমন ভুল করতে চাইছে না এটিকে মোহনবাগান। পরের মরশুমের জন্যে একজন ভালো সেন্টার ফরোয়ার্ডকে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেই ফুটবলার হচ্ছেন ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড ইলিজা স্পাসোজেভিচ (ilija spasojević)। প্রপার বক্সের স্ট্রাইকার এই ফুটবলারের বর্তমান বয়স ৩৫। ইন্দোনেশিয়ার জাতীয় দলের হয়েও খেলেন। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রতি সারির লিগে বালি ইউনাইটেড এফসি নামের একটি ক্লাবে খেলছেন তিনি।

 আরও পড়ুন: Cooch Behar: কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রেমকুমারের মৃত্যুর ঘটনায় হুঁশিয়ারি অভিষেকের

ইতিমধ্যে ইন্দোনেশিয়ার ওয়ান লিগে ১৬ ম‍্যাচে ১১ গোল করে ফেলেছেন, আছে একটা অ্যাসিস্ট। অবশ্য তিনি যে দুর্দান্ত ছন্দে আছেন সেটা তার’ই প্রমাণ।ব র্তমানে এই ফুটবলারের মার্কেট ভ‍্যালু ২.২ কোটি টাকা। অত্যন্ত কোয়ালিটির ফুটবলার। তার বর্তমান ক্লাবের সাথে চুক্তি শেষ হবে ২০২৩ সালের নভেম্বর মাসে। আগামী বারের জন্যে এই ফুটবলারের সাথে কথাবার্তা চালাতে পারে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। প্রায় প্রতি ম‍্যাচে গোল করে চলা এই ফুটবলারকে দলে তুলে নিয়ে চমক দিতে পারে নাকি সবুজ মেরুন শিবির এখন সেটাই দেখার বিষয়।