Dearness Allowance: ন্যায্য ডিএ চেয়ে ১৩ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ন্যায্য ডিএ (Dearness Allowance) থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? নায্য পাওনার দাবিতে লাগাতার আন্দোলন ও অনশন কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের যৌথ সংগঠন (Sangrami Joutha Mancha)

state government employee west bengal

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও ন্যায্য ডিএ (Dearness Allowance) থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? নায্য পাওনার দাবিতে লাগাতার আন্দোলন ও অনশন কর্মসূচির ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারিদের যৌথ সংগঠন (Sangrami Joutha Mancha)। তবে এই আন্দোলনেও বাংলার রাজ্য সরকারের টনক নড়েনি। তাই এবার দিনভর কর্মবিরতির ডাক দিল সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন। আগামী ১৩ তারিখ কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। যার ফলে সমস্যায় পড়তে চলেছে আম জনতা।

আরও পড়ুন: Kolkata: বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তৃতীয় দিনে 

শনিবার এই কর্মবিরতির কথা ঘোষণা করে কলকাতা পুরসভার ভিতরেই মিছিলে শামিল হন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এদিন একাধিক জায়গায় প্রচার চালানো হয়। এতদিন ধরে শহিদ মিনারে অনশন কর্মসূচি জারি রেখেছিলেন সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এখন আন্দোলনের ঝাঁঝ বাড়াতে পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: CDS General Anil Chauhan: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারত হতে পারে সুপার পাওয়ার: সিডিএস

আন্দোলনকারী কর্মচারীদের বক্তব্য, বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ৩ শতাংশ হারে ডিএ পান সরকারি কর্মচারীরা। সেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএয়ের হার ৩৮ শতাংশ। অর্থাৎ দুই পক্ষের ফারাক ৩৫ শতাংশ। আগামী ১৫ মার্চ ডিএ নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানেই চুড়ান্ত সিদ্ধান্ত মিলতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: Cooch Behar: কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রেমকুমারের মৃত্যুর ঘটনায় হুঁশিয়ারি অভিষেকের

একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে চিঠি অবধি দিয়েছেন সরকারি কর্মচারীরা। তারপরেও ডিএ নিয়ে সরকারের তরফে উচ্চবাচ্য করা হয়নি। একইসঙ্গে যৌথ সংগ্রামী মঞ্চের দাবি, একাধিক সরকারি পদ এখনও খালি পড়ে রয়েছে। অবিলম্বে সেই সমস্ত পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করুক সরকার।