নাটক, কবিতা, মার্কস দর্শন আর সিগারেট…সেই চেইন স্মোকার বুদ্ধদেব ভট্টাচার্য সংকটজনক

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীরকে দেখতে (Buddhadeb Bhattacharya) উডল্যান্ডস হাসপাতালে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যুগ আগে বুদ্ধবাবুর পরাজয় হয়েছিল মমতার কাছে। তারপর থেকে…

গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীরকে দেখতে (Buddhadeb Bhattacharya) উডল্যান্ডস হাসপাতালে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক যুগ আগে বুদ্ধবাবুর পরাজয় হয়েছিল মমতার কাছে। তারপর থেকে কিছু সময় সক্রিয় রাজনীতিতে থাকলেও পরে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিআইএমের সবরকম সাংগঠনিক পদ থেকে সরে যান তিনি।

একযুগ আগে রাজনৈতিক পরাজয়ের পর সময় যত এগিয়েছে ততই বুদ্ধবাবু নিজেকে গুটিয়ে নিয়েছেন। এর পর অসুস্থতা বাড়তে থাকে। চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই তাঁর চিকিৎসা চলে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা গত প্রায় ১৫ বছরের বেশি। একসমের চেইন স্মোকার নাট্যমোদী-সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কারণ সিওপিডি। তাঁর শ্বাসকষ্টের জন্য অক্সিজেন লাগে বেশিরভাগ সময়। ব্রিগেডে সর্বশেষ দলীয় সমাবেশে গিয়েও মঞ্চে উঠতে পারেননি তিনি। এর পর থেকে আর রাজনৈতিক কোনও বিষয়েই তিনি ছিলেন না। দলের কাছে বার্তা পাঠিয়ে সবকিছু থেকে অব্যাহতি নিয়ে নেন।

সর্বক্ষণ অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয় বাড়িতে। পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড় এ রাজ্যে দায়িত্ব নিয়ে এসেই বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে দেখা করেছিলেন। তখনই তাঁর সাদামাটা ঘরের ছবি দেখেছিলেন রাজ্যবাসী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সাথে দেখা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭৭-৮২ : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়

১৯৮৭-৯৬ : মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগ

১৯৯১-৯৩ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ (অগ্নি নির্বাপণ পরিষেবা বাদে)

১৯৯৪ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ

১৯৯৬ : ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র (আরক্ষা) বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ

১৯৯৯ : উপ-মুখ্যমন্ত্রী

নভেম্বর ৬, ২০০০ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন

মে ১৮, ২০০১ : ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন

মে ১৮, ২০০৬ : চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী

মে ১৯, ২০১১ : পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন