Mohun Bagan Day: সমর্থকদের ‘বিস্ফোরক স্টোরি’ শোনালেন পেট্রাটোস

আজ ২৯ জুলাই। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যেটি মোহনবাগান দিবস (Mohun Bagan Day) নামে পরিচিত। যেদিন উৎসবে মেতে ওঠে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আপামর মোহনবাগান সমর্থকরা।

Dimitri Petratos

আজ ২৯ জুলাই। ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যেটি মোহনবাগান দিবস (Mohun Bagan Day) নামে পরিচিত। যেদিন উৎসবে মেতে ওঠে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আপামর মোহনবাগান সমর্থকরা। কিন্তু কেন? ইতিহাস ঘাটলে দেখা যায়, গত ১৯১১ সালের এই আজকের দিনেই ইস্ট ইয়র্কশায়রের বিপক্ষে আইএফএ শিল্ড ফাইনাল খেলতে নেমেছিল মোহনবাগান দল। তারপর সৃষ্টি হয়েছিল ইতিহাস।

সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান দল। বাঙালি ফুটবলারদের খালি পায়ে খেলার অদম্য সাহসের সামনে কার্যত মাথানত করতে হয়েছিল ব্রিটিশ ফুটবল দলকে। তাই সেই থেকে প্রত্যেক বছর আজকের এই দিনটি পালিত হয় অত্যন্ত গর্বের সাথে। তবে বিগত কয়েক বছর ধরে তা অন্য এক চেহারা লাভ করেছে।

ময়দানের এই ক্লাব তাঁবুর পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ফ্যানস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ফ্যানস ফোরামের উদ্যোগে পালিত হচ্ছে এই দিনটি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজ সচেতনতা মূলক কাজের মাধ্যমে এই দিনটি উৎযাপন করছেন সবুজ-মেরুন সমর্থকরা। শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে উদযাপন হচ্ছে এই দিনটি। তবে এক্ষেত্রে টানা দুইদিনব্যাপী অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে মোহনবাগান ক্লাবের তরফ থেকে। আসলে মহরমের কথা মাথায় রেখেই ২৯ তারিখের পাশাপাশি আগামী ৩০ তারিখ ও বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্লাব তাঁবুতে।

তবে এই গুরুত্বপূর্ণ দিনের কথা মাথায় রেখে শুধুমাত্র দলের সমর্থকরাই নয়, প্রভাবিত হয়েছেন এই দলের হয়ে খেলে যাওয়া বিদেশি ফুটবলাররাও। তাদের মধ্যেই একজন হলেন অজি ফুটবলার দিমিত্রি পেট্রাটোস। গত মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন তিনি। বলা বাহুল্য, তার দৌলতেই গত আইএসএল ফাইনালে একটা সময় এগিয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। শুধুমাত্র ফাইনাল নয়, গোটা টুর্নামেন্ট জুড়ে দাপিয়ে খেলেছেন দিমিত্রি। একটা সময় সোনার বুটের দাবিদার হিসেবে ধরা হয়েছিল এই তারকা ফুটবলারকে। তবে মরশুম শেষ হলেও হুয়ান ফেরেন্দোর ভরসাযোগ্য মুখ হিসেবে দলে থেকে গেছেন এই অজি তারকা।

এই ঐতিহাসিক দিবসের কথা মাথায় রেখে এবার নিজের সোশ্যাল সাইট থেকে সমর্থকদের শুভেচ্ছা জানালেন পেট্রাতোস। ‘জয় মোহনবাগান” এর পাশাপাশি তিনি বলেন, “আমাদের দলের সকল সমর্থকদের জানাই মোহনবাগান দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্যে দিয়ে আপনারা উৎযাপন করুন আজকের এই দিনটি।’ যা রীতিমতো মন কেড়েছে সবুজ-মেরুন সমর্থকদের।