Mohun Bagan Day: ষোল আনা মোহনবাগানির কথা নিয়ে ময়দান থেকে সুব্রত ঢুকবেন পাঠক মহলে

আপাদমস্তক মোহনবাগানি ‘ষোলে আনা বাবলু’ আজ দুমলাটে ধরা দেবে পাঠক ও গুণমুগ্ধদের কাছে।ঐতিহাসিক মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) এই মুহূর্তটির অপেক্ষায় ময়দানপ্রেমীরা। ১৯১১ সালে মোহনবাগানের …

Subrata Bhattacharya's Autobiography

আপাদমস্তক মোহনবাগানি ‘ষোলে আনা বাবলু’ আজ দুমলাটে ধরা দেবে পাঠক ও গুণমুগ্ধদের কাছে।ঐতিহাসিক মোহনবাগান দিবসে (Mohun Bagan Day) এই মুহূর্তটির অপেক্ষায় ময়দানপ্রেমীরা। ১৯১১ সালে মোহনবাগানের  ঐতিহাসিক জয়ের আবহে ফুটবলার সুব্রত ভট্টাচার্যর (বাবলু) আত্মজীবনী প্রকাশ ঘিরে উন্মাদনা। বইটি উদ্বোধন করবেম জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী।

প্রায় ১৬ বছর সবুজ-মেরুন জার্সিতে মাঠ কাঁপিয়েছেন সুব্রত ভট্টাচার্য। একটা সময় মোহনবাগান দলের অধিনায়ক হিসেবে ও দেখা গিয়েছিল এই ফুটবলার কে। পরবর্তীতে ইস্টবেঙ্গল দলের তরফ থেকে লোভনীয় প্রস্তাব দেওয়া হলেও সবুজ-মেরুন জার্সি ছেড়ে কখনো ই খেলেননি অন্যকোনো ফুটবল দলে।

সবুজ-মেরুন সমর্থকদের মনের মনিকোঠায় সর্বদা একটি বিরাট স্থান করে থাকে ২৯ জুলাই (Mohun Bagan Day)। যেটি কলকাতা ময়দানে মোহনবাগান দিবস হিসেবে অধিক প্রচলিত। গৌরবময় ইতিহাসের স্মৃতিচারন পাশাপাশি বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে এদিন মেতে ওঠে ময়দানের এই প্রধান ক্লাব। গত কয়েক বছরে ধরে যা নিয়ে উন্মাদনা চরমে উঠেছে বাগান সমর্থকদের কাছে। তবে এবার থাকছে একের পর এক চমক।

অন্যান্য বছর গুলিতে কেবল এই একটা দিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ক্লাব তাঁবু সরগরম হয়ে উঠলেও এবার বদল আসছে সেই নিয়মে। যারফলে, আগামী ২৯ জুলাইয়ের পাশাপাশি ৩০ জুলাই অর্থাৎ দুইদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন থাকছে ক্লাব তাঁবুতে। গত কয়েকদিন আগে ঠিক এমনটাই শোনা গিয়েছিল বাগান সচিব দেবাশীষ দত্তের তরফ থেকে। তবে এবার সেখানে ও থাকছে ট্যুইস্ট। মোহনবাগান দিবসে সবুজ-মেরুন তাঁবু থেকে প্রকাশিত হতে চলেছে ক্লাবের কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী। যার নাম দিয়েছেন “ষোল আনা বাবলু”।

খেলোয়াড় হিসেবে অবসর নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন এই তারকা। মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ও চিরাগ ইউনাইটেড এর মতো দলের হয়ে ও দায়িত্ব সামলেছেন তিনি। সেই সমস্ত কিছুই নিজের কলমে তুলে ধরেছেন মোহনবাগানের রত্ন। এবার তাই সেই আত্মজীবনী প্রকাশের অপেক্ষায় সকলে। যতদূর জানা গিয়েছে, দীপ প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত হতে চলেছে তার এই আত্মজীবনী।