‘এতেও হার!’ রাজ্যের বিদ্যুৎ বোর্ডের দলের কাছেও পরাজিত ইস্টবেঙ্গল

সুদিন এখনও বোধহয় বহু দূর। ইস্টবেঙ্গলের (East Bengal) প্রথম দলের পর রিজার্ভ দলও পরাজিত। তাও আবার অসম ইলেকট্রিক বোর্ডের ফুটবল দলের কাছে। যতই রিজার্ভ টিম…

East Bengal Suffers Defeat Against State Electricity Board

সুদিন এখনও বোধহয় বহু দূর। ইস্টবেঙ্গলের (East Bengal) প্রথম দলের পর রিজার্ভ দলও পরাজিত। তাও আবার অসম ইলেকট্রিক বোর্ডের ফুটবল দলের কাছে। যতই রিজার্ভ টিম হোক, তাই বলে বিদ্যুৎ বোর্ডের দলের কাছে পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না লাল হলুদ সমর্থকরা।

সোমবার প্ল্যাটিনাম জুবিলি ইন্ডিপেন্ডেনস কাপে অসম স্টেট ইলেকট্রিক বোর্ড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। নওগাঁয় বিরতি পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। খেলা শেষে ২-১, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। AFC কাপ, ইন্ডিয়ান সুপার লীগ, আই লীগ শুরু হয়েছে। এর ফাঁকে জুবিলি ইন্ডিপেন্ডেনস কাপের প্রতি ফুটবল প্রেমীদের নজর সেরকম ছিল না। থাকলেও বেশিরভাগ ফুটবল প্রেমী হয়তো ধরে নিয়েছিলেন ইস্টবেঙ্গল নিশ্চিতভাবে জয় হাসিল করবে।

চূড়ান্ত স্কোরলাইন দেখার পর ইস্টবেঙ্গল সমর্থকরা রীতিমত অবাক। ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় খেলার ফলাফল পোস্ট করা হয়েছিল। সেখানে যথারীতি ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা।

পোস্টের কমেন্টে একজন লিখেছেন, “এতেও হার! এই প্লেয়াররা আবার ISL খেলবে!”। অন্য একজন লিখেছেন, “এই ম্যাচেও হয়তো অতুল ডুবিয়েছে। এই একজনের নামই শুধু মনে আসছে।” আরও একজনের মতে, “আমরা আদৌ কোনো ম্যাচ জিততে পারি?”