ইস্টবেঙ্গলে আসতে পারেন অরিজিৎ সিং

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আসতে পারেন অরিজিৎ সিং। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ময়দানে। শতবর্ষের জমকাল অনুষ্ঠান এখনও করে উঠতে পারেনি ক্লাব। মাঝে করোনা অতিমারির…

arijit singh

ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে আসতে পারেন অরিজিৎ সিং। সম্প্রতি এমনই গুঞ্জন শোনা যাচ্ছে ময়দানে। শতবর্ষের জমকাল অনুষ্ঠান এখনও করে উঠতে পারেনি ক্লাব। মাঝে করোনা অতিমারির কারণে বারংবার পিছিয়ে দেওয়া হয়েছে পরিকল্পনা।

এখন আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এই পরিস্থিতিতে শতবর্ষের উদযাপন সেরে ফেলতে চাইছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। পয়লা আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এরপর তেরো আগস্ট কিংবদন্তি পল্টু দাসের জন্মদিন। এই দিনটি ক্লাবে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়।

এখনও পর্যন্ত যা খবর তাতে দু’দিন ধরে হতে পারে ক্লাবের শতবর্ষের অনুষ্ঠান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কথা চলছে বলে জানা গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই মুহুর্তকে স্মরণীয় করতে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চে নিয়ে আসা হতে পারে মুম্বইয়ের তারকাদের।

শোনা যাচ্ছে অরিজিৎ সিং-এর নাম। আলোচনায় তাঁর নাম প্রবলভাবে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও শতবর্ষের ইস্টবেঙ্গলে প্রকাশিত হচ্ছে অ্যালম্যানাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের হাত ধরে এই বইয়ের উদ্বোধন করা হতে পারে। অনুষ্ঠান মঞ্চে হতে পারে বিশেষ এই বইয়ের উন্মোচন। মলাটের মধ্যে ধরা থাকবে বহু গুণীজনের লেখা, ক্লাবের ইতিহাসের সঙ্গে জড়িত একাধিক দুষ্প্রাপ্য ছবি।