Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ঝাঁঝ বাড়াতে রাজপথে সিপিএম

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (panchayat election) সামনে রেখে নিজ নিজ কর্মসূচি শুরু করেছে সমস্ত দলগুলি৷ দিদির দূত নিয়ে একাধিক প্রশ্নের মুখে তৃণমূল পড়লেও, বিরোধীদের শূন্যতা নিয়েও প্রশ্ন উঠছে ক্রমাগত।

CPIM strong movement West Bengal

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (panchayat election) সামনে রেখে নিজ নিজ কর্মসূচি শুরু করেছে সমস্ত দলগুলি৷ দিদির দূত নিয়ে একাধিক প্রশ্নের মুখে তৃণমূল পড়লেও, বিরোধীদের শূন্যতা নিয়েও প্রশ্ন উঠছে ক্রমাগত। তাই সোমবার থেকেই যাত্রাশুরু করে দিল আলিমুদ্দিন। সোমবার শহরের বুকে বিরাট মিছিল করে বাম বিকল্পের কথা জনসমক্ষে তুলে ধরবেন সেলিম, ইয়েচুরিরা।

শনিবার থেকে প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে কেন্দ্রিয় কমিটির বৈঠক৷ বৈঠকের পর রানি রাসমণি রোডে বিরাট সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দেবলীনা হেমব্রমরা। এছাড়াও থাকছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু কল্লোল মজুমদাররাও।

   

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিতে সাড়া ফেলে দিয়েছে বামেরা। অস্তমিত আলিমুদ্দিনে এখন টিমটিম করে আলো জ্বালিয়ে রেখেছে উপনির্বাচন এবং পুরভোটের ফলাফল। পঞ্চায়েত নির্বাচনের আগে জ্বলে উঠতেই বিরাট মিছিলের আয়োজন৷ সেইসঙ্গে কলকাতা সহ শহরতলীতে আরও একবার সংগঠনের লিটমাস টেস্ট সেরে নিতে চাইছেন সিপিএম নেতৃত্ব। বলা যায়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এবার দলীয় শক্তি পরখ করে নিতেই রাজপথে নামছে তাঁরা।

রক্ষা কর দেশের সংবিধান। পরাস্ত কর দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বিজেপি ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে, শক্তিশালী কর বিকল্পের লড়াই, বিকল্প বামপন্থাই৷ এই স্লোগানকে সামনে রেখে শহরের ৯ টি প্রান্ত থেকে মিছিল আসবে রানি রাসমণিতে। রাজধানীতে ঝিমিয়ে পড়া সংগঠনে আরও একবার চাঙ্গা করতে ময়দানে নামছে বাম ব্রিগেড