Birbhum: কেষ্ট গড়ে কেষ্ট নেই! দাদার আশীর্বাদ নিয়েই মাঠে ঝাঁপাচ্ছে বীরভূমের তৃণমূল

গোরু পাচার মামলায় জেল বন্দি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। তবে তিনি এখনও বীরভূম (Birbhum) জেলা তৃ়ণমূল কংগ্রেস (TMC) সভাপতি। খোদ দলনেত্রী মমতা বারবার তাঁর প্রিয়…

anubrata_jial

গোরু পাচার মামলায় জেল বন্দি (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল। তবে তিনি এখনও বীরভূম (Birbhum) জেলা তৃ়ণমূল কংগ্রেস (TMC) সভাপতি। খোদ দলনেত্রী মমতা বারবার তাঁর প্রিয় কেষ্টর (অনুব্রত মণ্ডল) পাশে দাঁড়িয়েছেন। আর জেল থেকে পঞ্চায়েত ভোটের ‘কাজ’ দেখছেন কেষ্ট। এই পরিস্থিতিতে বীরভূমে দলীয় সংগঠনকে চাঙ্গা করতে আদা জল খেয়ে নামছেন জেলার নেতারা। কেষ্ট গড়ে কেষ্ট নেই! তবে জনসভা হবে বলছেন জেলার নেতারা।

শনিবার বীরভূমে অনুব্রতহীন জনসভা খয়রাশোলে। স্থানীয় গোষ্ঠডাঙাল মাঠে সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করেছিলেন। সেখানেই হবে তৃণমূলের সভা।

   

এদিকে বন্দি কেষ্টর বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। তদন্তে আরও বিপুল সম্পত্তির সন্ধান মিলবে বলে ইঙ্গিত এসেছে। তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা নেতারা এসব গুরুত্ব দিতে নারাজ।

তৃণমূলের তরফে যদিও অনুব্রতর কিছু সাংগঠনিক দায়িত্ব ছাঁটা হয়েছে। বীরভূমের পাশাপাশি পূর্ব বর্তমানের অজয় তীরবর্তী এলাকার মঙ্গোলকোট, কেতুগ্রাম ও আ়উসগ্রামের দায়িত্ব থেকে সরানো হয়েছে অনুব্রতকে।