Birbhum: দেনা মেটাতে চাপ, তৃণমূল নেতার হাতে মেয়েকে তুলে দিলেন বাবা

ঋণ নিয়ে শোধ করতে না পেরে মেয়েকে তৃণমূল কংগ্রেস নেতার হাতে তুলে দিলেন বাবা৷ দেনার টাকা মেটানোর কিস্তি হিসেবে ওই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ…

girl raped by tmc leader

ঋণ নিয়ে শোধ করতে না পেরে মেয়েকে তৃণমূল কংগ্রেস নেতার হাতে তুলে দিলেন বাবা৷ দেনার টাকা মেটানোর কিস্তি হিসেবে ওই নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করায় অভিযুক্ত তৃণমূল নেতা ও কয়েকজন। বীরভূম (Birbhum) জুড়ে ফের চাঞ্চল্য।  বোলপুর সরগরম।

বোলপুর আদিবাসী এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা দীপ্তিমান ঘোষকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি তৃণমূলের সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের সদস্য। জেলা টিএমসি সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ট। এদিকে ওই নাবালিকা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

   

বোলপুর থানার সিয়ান-মুলুক এলাকায় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য দীপ্তিমান ঘোষের কাছ থেকে লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিলেন ওই নাবালিকার বাবা ৷ ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি। পাওনা টাকা চেয়ে চাপ বাড়াচ্ছিল ওই নেতা৷ অভিযোগ, টিএমসি নেতার দাবি ছিল মেয়েকে দিয়ে কিস্তি মেটাও। চাপের মুখে নাবালিকা মেয়েকে ওই তৃণমূল নেতার হাতে তুলে দেন ওই ব্যক্তি ৷

নির্যাতিতার দিদি বোলপুর থানায় নিজের বাবা মা সহ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে । নির্যাতিতাকে উদ্ধার করে চিকিৎসার বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ডি (গণ ধর্ষণ), 506(হুমকি) ধারা ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ ।