Kaliaganj Rape Case : কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ কান্ডের তদন্তে ‘ত্রিমুর্তি’

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ (Kaliaganj Rape Case) করে খুনের অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Damayanti Sen, Upen Biswas, and Pankaj Dutta Spearhead Kaliaganj Rape Case Investigation

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ (Kaliaganj Rape Case) করে খুনের অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল তথা সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সদস্যের সেই দলে কারা থাকবেন তাও বলে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।সেই তিন নাম নিয়েই চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে।

আদালত বলেছে, এই দলে থাকবেন আইপিএস অফিসার দময়ন্তী সেন, প্রাক্তন সিবিআআই কর্তা উপেন বিশ্বাস এবং অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্ত। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ কান্ডে আদালত রায় দিয়ে জানিয়েছেন, সিট যদি প্রয়োজন মনে করে তাহলে দ্বিতীয় ময়নাতদন্ত করতে পারবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। পরিবার ও প্রতিবেশীরা দাবি করেন, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই কিশোরী।

এই তিন নাম নিয়ে চর্চার কারণ হিসেবে উঠে আসছে – পার্কস্ট্রিট ধর্ষণের সময় থেকেই দময়ন্তী সেন চর্চায় উঠে এসেছিলেন, তাঁর বদলি সারা রাজ্যে তোলপাড় হয়।

উপেন বিশ্বাস সিবিআইয়ের চাকরি ছাড়ার পর তৃণমূলের বিধায়ক হয়েছিলেন বাগদা থেকে। তবে সাম্প্রতিক সময়ে তিনি শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন।

পুলিশকর্তা পঙ্কজ দত্তকে নিয়ে সম্প্রতি বিস্তর আলোচনা হয়েছে। না জানিয়ে তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। নানান সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সরকার বিরোধিতায় গলার স্বর তীব্র করে সমালোচনা করছেন পঙ্কজবাবু।তাই সার্বিকভাবে এই তিন জনকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠন করা নিয়ে চর্চা হওয়া স্বাভাবিক বলেই মত অনেকের।