Amarnath Yatra: অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু, খুঁটিনাটি জেনে নিন

চলতি বছরে অমরনাথ যাত্রার (Amarnath Yatra) ক্ষেত্রে নাম রেজিস্ট্রেশন শুরু হলো সোমবার থেকে। করোনাজনিত কারণে দীর্ঘ ২ বছর এই তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

Amarnath Yatra

চলতি বছরে অমরনাথ যাত্রার (Amarnath Yatra) ক্ষেত্রে নাম রেজিস্ট্রেশন শুরু হলো সোমবার থেকে। করোনাজনিত কারণে দীর্ঘ ২ বছর এই তীর্থযাত্রা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে খুলতে চলেছে অমরনাথের দরজা। তার সূত্রপাতটা সোমবার থেকেই শুরু হয়ে গেল।

অমরনাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছরের ৩০ জুন থেকে এই যাত্রা শুরু হবে। যাত্রা শেষ হবে ১১ অগস্ট। উল্লেখ্য সমুদ্রপৃষ্ঠ থেকে অমরনাথধামের গুহা ১২৭৫৬ ফুট উঁচুতে। প্রতিবছরই সেখানে কয়েক লক্ষ পুণ্যার্থী হাজির হন। ২০১৮ সালের শেষবার অমরনাথ যাত্রা হয়েছিল। ২০১৯ সালে মাঝপথেই যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল। কারণ ওই সময় সংবিধানের ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে ভূস্বর্গে প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। ২০২০-২১ সালে করোনার জন্য যাত্রার অনুমতি দেওয়া হয়নি।

কীভাবে অনলাইনে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে ? শ্রী অমরনাথজি স্রাইন বোর্ড জানিয়েছে,
১. নাম নথিভুক্ত করতে হলে প্রথমেই যেতে হবে শ্রী অমরনাথ স্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
২. এরপর রেজিস্ট্রেশন ফর অমরনাথ যাত্রা ২০২২ এই লিংকের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে পেজ খুলবে সেখানেই নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।

৩. অমরনাথ যাত্রার এই রেজিস্ট্রেশন জম্মু ও কাশ্মীর ব্যাংকের ৪৬৬টি শাখায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইয়েস ব্যাঙ্ক এবং গোটা দেশের স্টেট ব্যাংকের ১০০টি শাখা চালু থাকবে।

৪. পুণ্যার্থীদের প্রত্যেকে একটি করে আরএফআইডি রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ দেওয়া হবে। এর মাধ্যমে পুণ্যার্থীদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে পারবে বোর্ড।

চলতি বছরে পুণ্যার্থীদের জন্য বিমার পরিমাণ তিন লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।