উঠল নৈশ কারফিউ, ১ এপ্রিল থেকে খুলছে স্কুল

দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার থেকেই নৈশ কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ…

দিল্লিতে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার থেকেই নৈশ কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার। দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাস্ক না পরার জন্য জরিমানা কমিয়ে ৫০০ টাকা করা হচ্ছে। এতদিন দিল্লিতে মাস্ক না পড়লে এক হাজার টাকা জরিমানা দিতে হত। ১ এপ্রিল থেকে খুলে দেওয়া হবে সমস্ত স্কুল। নৈশ কারফিউ উঠে গেলে রেস্তোরাঁ, বিভিন্ন দোকান, হোটেলগুলি আরও অনেক রাত পর্যন্ত খোলা থাকবে।

ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা পজিটিভেটি রেট এক শতাংশের নিচে নেমে এলে সব ধরনের বিধিনিষেধ আরও শিথিল করা হবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির ব্যবসায়ীদের সংগঠন লেফটেন্যান্ট গভর্নরের কাছে এক আবেদনে করোনাজনিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন। ব্যবসায়ীরা তাঁদের আবেদনে বলেন, দিল্লি-সহ দেশের করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। করোনাজনিত কারণে গত দুই বছর তাঁদের ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে। এই লোকসানের বোঝা যাতে আর না বাড়ে তার জন্য বিধিনিষেধ এবার তুলে নেওয়া হোক। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগেই রাজ্যগুলিকে পরিস্থিতি পর্যালোচনা করে নৈশ কারফিউ-সহ সবধরনের বিধিনিষেধ শিথিল করার পরামর্শ দিয়েছে।

করোনাজনিত নিষেধাজ্ঞা শিথিল করার পথে হাঁটলেও কেজরি সরকার অবশ্য জানিয়েছে, তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখবে। যদি দেখা যায়, করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে সে ক্ষেত্রে আবার বিধিনিষেধের পথে হাঁটতে পারে সরকার। শুধু তাই নয়, কেজরিওয়াল মানুষকে অনুরোধ করেছেন, বিধিনিষেধ তুলে নেওয়া হলেও তাঁরা যেন সব ধরনের সর্তকতা মেনে চলেন। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করার বিষয়টি তাঁরা যেন ভুলে না যান। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে যত শীঘ্র সম্ভব দিল্লির প্রত্যেক মানুষকে টিকা দেওয়ার কথা বলেছেন।